এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, পারিবারিক ক্ষেত্র মিশ্র ফলপ্রদ হবে। একাধিক বার পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে সমস্যাগুলির সমাধান করতে সমর্থ হবেন। শত্রুরা সক্রিয় হতে পারে, তাই সর্বদা সতর্ক থাকতে হবে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভাল যাবে না, রোগবৃদ্ধির জন্যে একাধিক বার শয্যাশায়ী হওয়ার আশঙ্কা। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি থাকবে। ভ্রাতা বা ভগ্নীর সঙ্গে সম্পর্কও স্বাভাবিক থাকবে। সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। শিক্ষার্থীদের শিক্ষালাভের ক্ষেত্রে কিছুটা বাধার সমস্যা দেখা দিতে পারে। তবে সচেষ্ট হলে সাফল্যের সম্ভাবনা দেখা যায়। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা। বিজ্ঞান ও কলা বিভাগের শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা অনেকাংশে কম থাকবে। তবে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিক বার আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অনিয়মের কারণে স্বাস্থ্যহানি হতে পারে। পুরনো রোগের সমস্যা অনেকাংশে কম হতে পারে। মাথা, বুকের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বছর আর্থিক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা থাকলেও মাঝেমাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত অর্থব্যয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। উপার্জনের পরিকল্পনা সফল হতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে মোটামুটি সমতা বজায় থাকবে। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একাধিক বার সমস্যা সৃষ্টি হতে পারে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে নতুন কোনও সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সেটা সাময়িক হবে। এ বছর চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পদোন্নতি ও আয়বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরির সুযোগ এসে যেতে পারে। কারিগরি ক্ষেত্রে কর্মপ্রার্থীদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। যাঁরা বিভিন্ন পেশায় যুক্ত, তাঁরা আশানুরূপ সফল লাভ করবেন। এ বছর ব্যবসায়ীরা যথেষ্ট সুফল পেতে পারেন। যাঁরা নতুন ব্যবসা করতে চান, তাঁরা যথেষ্ট সুফল লাভ করবেন। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মতের অমিল হতে পারে। তবে তা সাময়িক। যন্ত্রাংশ ও বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসায়ীদের যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়।