এই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক জীবন মোটামুটি শুভ বলা যায়। সুদূ্রপ্রসারী পরিবর্তন অনেকাংশে শুভফলদায়ক হবে। তবে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্য কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। বাসস্থান সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। নতুন ভূসম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। শিক্ষায় কিছু বাধা আসতে পারে, তবে তা সাময়িক। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। বিজ্ঞান ও কলাবিদ্যায় বিশেষ উন্নতির সম্ভাবনা। পিতা-মাতার স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে। বছরটি সন্তানদের পক্ষে শুভ বলা যায়। তাদের উন্নতির সুযোগ আসবে। তবে সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে শুভফল লাভের আশা করা যায়। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর বিদেশে ভ্রমণের সুযোগ আসবে।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি শুভফল লাভের সম্ভাবনা দেখা যায়। তবে মাঝেমাঝে পুরাতন রোগবৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। স্নায়ুপীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিক রোগগ্রস্তদের সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিক বার চোট-আঘাতের সম্ভাবনা রয়েছে।
এ বছর আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। একাধিক সূত্রে আয়ের সুযোগ আসবে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা দেখা যায়। সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা আছে। এ বছর চাকরিরতদের অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা আছে। কর্মপ্রার্থীদের সুযোগ আসবে। প্রতিযোগিতায় সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্তৃপক্ষের সুনজরে এসে চাকরিতে উন্নতির সুযোগ আসবে। পদোন্নতি, আর্থিক উন্নতির সম্ভাবনাও দেখা যায়। পেশাগত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণের সুযোগ আসবে। ব্যবসায় মাঝেমাঝে কিছু বাধা এলেও উন্নতির সুযোগ পাবেন। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা যায়। যাঁরা ধাতু বা শৌখিন দ্রব্যের ব্যবসায় যুক্ত, তাঁদের সুফল লাভের সম্ভাবনা। বছরটি সম্পত্তিগত ব্যাপারে খুবই আশাপ্রদ। পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনাও দেখা যায়। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা।