এই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বাধার সন্মুখীন হতে পারে। তবে তা ক্ষণস্থায়ী। পারিবারিক সমস্যায় ধৈর্য ধরে চলতে হবে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। বন্ধুদের সাহায্য পেয়ে সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। এ বছর বন্ধুভাগ্য ভাল। শিক্ষা ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হবে পারে। তবে সচেষ্ট হলে উচ্চশিক্ষায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষা ক্ষেত্রে সম্মান লাভের সম্ভাবনা আছে। পিতা-মাতার স্বাস্থের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। একাধিক বার তাঁদের রোগ বৃদ্ধি চিন্তার কারণ হতে পারে। এ বছর অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনকি, প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও আছে। তবে দাম্পত্য ক্ষেত্রে মাঝেমাঝে মতের অমিল হওয়ার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানদের স্বাস্থ্য খুব ভাল যাবে না। সন্তানদের উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা বা ভগ্নীদের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এ বছর ভ্রমণের সুযোগ আসবে।
বছরটিকে শারীরিক ব্যাপারে শুভ বলা যায় না। একাধিক বার বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। চলাফেরায় সতর্ক হতে হবে। অসতর্কতায় দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায়। দীর্ঘস্থায়ী রোগে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাত, রক্তচাপ সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। পুরনো রোগবৃদ্ধির সম্ভাবনা। এ বছর শারীরিক সমস্যায় অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর অর্থলাভের ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা। উপার্জনের ক্ষেত্রে বহু সুযোগ পাবেন। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা দেখা যায়। এ বছর বিনিয়োগের বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। এ বছর পূর্বের ন্যায় সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের আশা কম। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিরোধের সম্ভাবনা দেখা যায়। যাঁরা নতুন সম্পত্তি ক্রয়ের চেষ্টা করছেন তাঁদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। না হলে প্রতারিত হওয়ার যোগ। চাকরিরতদের শুভফল লাভে সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ আসতে পারে। কর্তৃপক্ষের সুনজরে আশার সম্ভাবনা দেখা যায়। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। এ ছাড়াও আর্থিক উন্নতির সুযোগ আসবে। এ বছর ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা। তবে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সাময়িক সম্পর্কের অবনতিতে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।