এই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলেও বুদ্ধিবলে তা আয়ত্তে আনতে সমর্থ হবেন। পারিবারিক ক্ষেত্রে একাধিক বার প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে শত্রুবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। আত্মীয়দের থেকে সাহায্যের আশা কম। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য উন্নতি লাভে সমর্থ হবেন। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক সমস্যা সৃষ্টি হতে পারে। বন্ধুরা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ভ্রাতা বা ভগ্নীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পিতা-মাতার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শিক্ষায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় কিছু বাধা এলেও তা সাময়িক। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিবাহে বাধা আসতে পারে। সন্তানদের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের উন্নতি অনেকাংশে চিন্তামুক্ত করবে। সামাজিক ক্ষেত্রে নাম-যশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বছরের শেষ ভাগে সামগ্রিক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে একাধিক বার সমস্যা হতে পারে। পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলাফেরায় সতর্ক হতে হবে। একাধিক বার চোট-আঘাতের সম্ভাবনা দেখা যায়। পেটের রোগে ভুগতে হতে পারে। হৃদ্রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। রোগবৃদ্ধির জন্য একাধিক বার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা দেখা যায়। স্বাস্থ্যের ব্যাপারে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। এ বছর আর্থিক দিক দিয়ে সুফল লাভ করতে পারবেন। শারীরিক কারণে অর্থাভাব সৃষ্টি হতে পারে। বছরের প্রথম ও শেষ ভাগে আর্থিক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। পাওনা অর্থ আদায়ের আশা করতে পারেন। নতুন কোনও আর্থিক বিনিয়োগের ক্ষেত্র খুব ভাল নয়, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। যৌথ সম্পত্তির ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তিগত বিরোধের সম্ভাবনা রয়েছে। এ বছর চাকরির ক্ষেত্রে অনেকাংশে সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা আছে। তবে স্বার্থান্বেষী সহকর্মীদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। বেকারদের কর্মলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা রয়েছে। তবে অংশীদারি ব্যবসায় মাঝেমাঝে বাধার সম্ভাবনা দেখা যায়। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যাঁরা আমদানি-রফতানি ব্যবসায় যুক্ত, তাঁদের আশানুরূপ ফল লাভের সম্ভাবনা আছে। শৌখিন দ্রব্যের ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা দেখা যায়।