JEE Main 2025

জয়েন্ট এন্ট্রান্স মেনের জন্য বিনামূল্যে অনলাইন কোর্স আইআইটি কানপুরের, চলবে ৪৫ দিন ধরে

স্বল্পমেয়াদি এই কোর্সের ক্লাস শুরু হবে সোমবার, ১১ নভেম্বর থেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:৫৪
Share:

প্রতীকী চিত্র।

আর মাত্র দু’মাস। তার পরেই শুরু পরের বছরের জয়েন্ট এন্ট্রান্স এগজ়াম (জেইই) মেন-এর প্রথম পর্বের পরীক্ষা। তাই জোরকদমে চলছে পরীক্ষার প্রস্তুতি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত সর্বভারতীয় এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াদের কথা ভেবে এ বার উদ্যোগী দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। বিনামূল্যে স্বল্প সময়ের জন্য একটি অনলাইন কোর্স করাবে এই শিক্ষা প্রতিষ্ঠান। এমনটা জানিয়ে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

পরীক্ষার্থীদের সাহাযার্থে আইআইটি কানপুর কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের সঙ্গে একযোগে ‘সাথী’ নামক প্ল্যাটফর্মটি চালু করেছে। শুধু ওয়েবসাইট নয়, ‘সাথী’ মোবাইল অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা এই কোর্স করতে পারবে। এতে ২০২৫ সালের জেইই মেন-এর প্রস্তুতির জন্য ৪৫ দিনের একটি ক্র্যাশ কোর্স করানো হবে। স্বল্পমেয়াদি এই কোর্সের ক্লাস শুরু হবে সোমবার, ১১ নভেম্বর থেকেই।

পাঠক্রমটি সংশ্লিষ্ট পরীক্ষার জন্য হবু পরীক্ষার্থীদের বিভিন্ন পাঠ্যসামগ্রী, স্টাডি প্ল্যান ইত্যাদির মাধ্যমে প্রস্তুতিতে সাহায্য করবে বলে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে। প্রতিদিন অনলাইনে ক্লাস হবে দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সটির ক্লাস করাবেন বিভিন্ন আইআইটি, এনআইটি-র অভিজ্ঞ এবং দক্ষ পড়ুয়ারা। তাঁরা পরীক্ষার্থীদের বিভিন্ন কঠিন এবং জটিল বিষয়ের সহজ সমাধানের উপায় বাতলে দেওয়ায় সাহায্য করবেন। এ ছাড়া, প্রতিদিন পরীক্ষার ‘মক টেস্ট’-এরও আয়োজন করা হবে অনলাইন ক্লাসে। এর মাধ্যমে পরীক্ষার্থীরা প্রশ্নোত্তর অনুশীলনের মাধ্যমে বিভিন্ন বিষয়ের নানা তত্ত্বের বাস্তবিক ব্যবহারের দিকটি শিখতে পারে। এর পাশাপাশি তারা ‘মক টেস্ট’-এর মাধ্যমে মূল পরীক্ষার পরিবেশের সঙ্গে অভ্যস্ত হওয়া এবং পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতির দিকটিও সহজে মূল্যায়ন করতে পারবে। তবে এ ক্ষেত্রে, তাদের প্রস্তুতির দিকটি খতিয়ে দেখে মতামত দেবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অ্যানালিটিক্স।ফলে কোন জায়গায় তাদের খামতি রয়েছে, কোন বিষয়ে আরও প্রস্তুতি প্রয়োজন, কোন কৌশলে নিজেদের প্রস্তুত করতে হবে, তার একটি সম্যক ধারণা পেয়ে যাবে পরীক্ষার্থীরা।

একাদশ এবং দ্বাদশের যে পড়ুয়ারা পরের বছর জানুয়ারিতে জেইই মেন দেবে, তারা sathee.iitk.ac.in-লিঙ্কে ক্লিক করে ‘সাথী’ প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারবে। এ ছাড়া মোবাইলে ‘সাথী’ অ্যাপ ডাউনলোডও করে নেওয়া যাবে। এর জন্য কোনও টাকা জমা দিতে হবে না।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার এবং প্ল্যানিং নিয়ে বিটেক-এর জন্য জাতীয় স্তরে জেইই মেন-এর আয়োজন করা হয়। প্রতি বছর দু’টি পর্বে এই পরীক্ষার আয়োজন করে এনটিএ। আগামী জানুয়ারিতে পরীক্ষার প্রথম পর্বের আয়োজন করা হবে। পরের বছরের পরীক্ষার জন্য সম্প্রতি প্রশ্নের ধাঁচেও পরিবর্তন এনেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement