এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ উচ্চতর শিক্ষার সুযোগ। শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের তরফে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স (পিডিসিসি)-এ পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি পর্বের পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স (পিডিসিসি)-এর জন্য প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। কোর্সটি চলবে এক বছর ধরে। কোর্স ফি-র পরিমাণ ৩,৩৭৫ টাকা।
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কোর্সে কিছু আসন সংরক্ষিত এবং কিছু সংরক্ষিত। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১৩। যে সমস্ত বিভাগের তরফে এই কোর্স করানো হবে, সেগুলি হল— বায়োকেমিস্ট্রি, ইএনটি, অপথ্যালমোলজি, অর্থোপেডিক্স, সাইকিয়াট্রি, অ্যানাস্থেশিয়া, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি এবং পেডিয়াট্রিক্স। এই সমস্ত বিভাগের বেশ কিছু বিষয়ে স্পেশালাইজ়েশন করার সুযোগও রয়েছে।
বায়োকেমিস্ট্রি বিভাগের মলিকিউলার অ্যান্ড বায়োকেমিক্যাল জেনেটিক্স-এর পিডিসিসি কোর্সে ভর্তির জন্য আগ্রহীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে বায়োকেমিস্ট্রিতে এমডি বা ডিএনবি থাকা জরুরি। এ ছাড়া, পেশাদারি অভিজ্ঞতা থাকলে পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে অন্যান্য বিভাগের সংশ্লিষ্ট কোর্সের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পড়ুয়াদের জন্য পারিশ্রমিকের ব্যবস্থাও থাকছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১১ নভেম্বর। এর পর সংশ্লিষ্ট কোর্সে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ২১ এবং ২২ নভেম্বর সকাল ৯টায় ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।