UCO Bank Recruitment 2024

কলকাতায় ইউকো ব্যাঙ্কে চাকরির সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

বিভিন্ন পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর বা তিন বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৬:১৯
Share:

ইউকো ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। ব্যাঙ্কের সদর দফতর অর্থাৎ কলকাতাই হবে নিযুক্তদের কর্মস্থল। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে চিফ রিস্ক অফিসার (সিআরও), ডেটা প্রটেকশন অফিসার, চিফ ম্যানেজার-ডেটা অ্যানালিস্ট, ম্যানেজার ডেটা অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার-ক্লাইমেট রিস্ক, ম্যানেজার ইকোনমিস্ট, অপারেশনাল রিস্ক অ্যাডভাইজ়ার এবং ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজ়ার পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১২টি। বিভিন্ন পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর বা তিন বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

চিফ রিস্ক অফিসার (সিআরও), ডেটা প্রটেকশন অফিসার, চিফ ম্যানেজার-ডেটা অ্যানালিস্ট, ম্যানেজার ডেটা অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার-ক্লাইমেট রিস্ক এবং ম্যানেজার ইকোনমিস্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪০-৫৭, ৪০-৫৫, ৩০-৪৫, ২৫-৩৫, ২৫-৪০, ২৫-৩৫ বছর। অন্য দিকে, অপারেশনাল রিস্ক অ্যাডভাইজ়ার এবং ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজ়ার পদে আবেদনকারীদের জন্য বয়স যথাক্রমে ৬৫ এবং ৬২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

Advertisement

ডেটা প্রোটেকশন অফিসার পদের জন্য প্রার্থীদের কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, সার্টিফায়েড ইনফরমেশন প্রাইভেসি টেকনোলজিস্ট বা সমতুল পেশাদারি দক্ষতার শংসাপত্র প্রয়োজন। একই সঙ্গে আইটি সেক্টরে ম্যনেজেরিয়াল কাজ সামলানো এবং ডেটা প্রোটেকশন সংক্রান্ত কাজের ১২ বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি। অন্য পদমর্যাদাগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১০০ এবং ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৬ নভেম্বর। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement