প্রতীকী চিত্র।
বাঁকুড়া জেলায় কাজের সুযোগ। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে ইতিমধ্যেই অনলাইন এবং অফলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
জেলার ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইটির জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে। প্রথমে সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
উক্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৩,৫০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এর পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করাও জরুরি। কম্পিউটারে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে ছাড় পাবেন বিসিএ/ বিই/ বিটেক/ বিএসসি (কম্পিউটার সায়েন্স) ডিগ্রিধারীরা। এ ছাড়া, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পারদর্শিতা থাকা এবং আইটি/ ই-গভর্নেন্স ক্ষেত্রে ন্যূনতম দু’বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা যাচাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২২ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে অন্যান্য তথ্য জানার জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।