GKCIET Admission 2024

বিনামূল্যে করা যাবে পেশাদারি দক্ষতা বৃদ্ধির কোর্স, উদ্যোগ মালদহের জিকেসিআইইটির

স্বল্পমেয়াদি কোর্সগুলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি)-র অধীনস্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৬:২৯
Share:

জিকেসিআইইটি সংগৃহীত ছবি।

বর্তমানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিভিন্ন পেশাদারি ক্ষেত্রে পড়ুয়াদের দক্ষতা তৈরি হলে চাকরির সুযোগ বৃদ্ধি পায়। সে কথা মাথায় রেখেই এ বার মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-র তরফে বেশ কয়েকটি কোর্স করানো হবে। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওই প্রতিষ্ঠান। স্বল্পমেয়াদি এই কোর্সগুলি করানো হবে প্রতিষ্ঠানের নারায়ণপুরের ক্যাম্পাসে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি কোর্সগুলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি)-র অধীনস্থ। কোর্সগুলিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

প্রতিষ্ঠানের যে সমস্ত বিভাগে এই কোর্সগুলি করানো হবে, সেগুলি হল— ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিভিন্ন বিভাগে যে সমস্ত পদমর্যাদায় চাকরির সুযোগ বৃদ্ধির জন্য পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— অ্যাসিস্ট্যান্ট হাউজ় ওয়্যারম্যান অ্যান্ড মোটর উইন্ডার, আমিন সার্ভে অ্যাসিস্ট্যান্ট, জ্যাম জেলি কেচাপ অ্যান্ড পিকল মেকিং টেকনিশিয়ান এবং ওয়েল্ডার।

Advertisement

কোর্সগুলির মেয়াদ ৩৯০ ঘণ্টা থেকে শুরু করে ৬০০ ঘণ্টা পর্যন্ত। অর্থাৎ এক মাসেরও কম সময়ে আগ্রহীরা এই কোর্সগুলি শেষ করতে পারবেন। প্রতিষ্ঠানেই কোর্সের সমস্ত ক্লাসের আয়োজন করা হবে।

কোর্সগুলিতে ভর্তির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে। এর মধ্যে আমিন সার্ভে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পড়ুয়াদের নবম শ্রেণি উত্তীর্ণ হতে হবে অথবা যারা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে কোনও স্কুলে পাঠরত, তারাও আবেদন করতে পারবে।

কোর্সগুলির আসনসংখ্যা সীমিত হওয়ায় পড়ুয়াদের ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে ভর্তি নেওয়া হবে। সমস্ত কোর্সই সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে তারা। কোর্স শেষে ডব্লিউবিএসসিটিভিইএসডি-র তরফে তাদের শংসাপত্রও বিতরণ করা হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানে গিয়ে সচিত্র প্রমাণপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিয়ে কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আগামী ১৮ নভেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য সবিস্তার জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement