আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
পদার্থবিদ্যার বিশেষ বিষয় নিয়ে গবেষণাধর্মী কাজ হবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায়। একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে গবেষণার কাজটি সম্পন্ন হবে। এমনটা জানিয়ে আইএসআই কলকাতার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের ফিজ়িক্স অ্যান্ড আর্থ সায়েন্স বিভাগের ফিজ়িক্স অ্যান্ড অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স ইউনিট এবং নয়াদিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে গবেষণা প্রকল্পের কাজ করবে। প্রকল্পটির নাম— ‘কসমোলজিক্যাল টেনশনস অ্যান্ড সিগনেচারস ফর নিউ ফিজ়িক্স’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেনশন।
প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক তিন বছর পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট প্রকল্পে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৮,০০০ টাকা পারিশ্রমিক ছাড়া বাড়ি ভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
প্রকল্পটিতে আবেদনের জন্য প্রার্থীদের পদার্থবিদ্যা/ অ্যাস্ট্রোফিজ়িক্স/ অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বা সমতুল বিষয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি, পাইথন, সি, ফোরট্রান-এর মতো কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। যাঁদের কসমোলজি ডেটা বা কসমোলজির এক বা একাধিক নিউমারিক্যাল কোড নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের ‘প্রেজ়েন্টেশন’ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।