অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবুটো আ মডিগ্লিয়ানি: বিশ্বের সবচেয়ে দামি পানীয় জল এটি। কেন এত দাম? কারণ, বোতলগুলি সোনার। শুধু তাই নয়, জলের মধ্যে সোনার ছাই মেশানো থাকে। ফিজি ও ফ্রান্সের ঝর্না থেকে জল সংগ্রহ করা হয়। স্বচ্ছতা, ফ্লেভার এবং স্মুথনেসই অন্য পানীয় জলের থেকে আলাদা করে। এক বোতল জলের দাম শুনলে চমকে উঠবেন। ৩৯ লক্ষ টাকা!