Amazon founder Jeff Bezos will marry Lauren Sanchez in 600 million dollar lavish wedding dgtl
Jeff Bezos Wedding
অতিথি রানি থেকে নায়ক, খরচ পাঁচ হাজার কোটি! ৫৫ বছরের প্রেমিকাকে বিয়ে অ্যামাজ়ন-কর্তার?
সম্পর্কে থাকাকালীন অ্যাস্পেন শহরে মাঝেমধ্যেই সময় কাটাতে যেতেন বেজ়োস এবং লরেন। এই শহরে অধিকাংশ সময় দু’জনকে একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
চলতি বছরের শেষেই ৫৫ বছরের প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা তথা এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান জেফ বেজ়োস। দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বান্ধবী লরেন সাঞ্চেজ়কে বিয়ে করছেন তিনি।
০২২২
সংবাদমাধ্যম সূত্রে খবর, ডিসেম্বর মাসের ২৮ তারিখে চার হাত এক হবে জেফ এবং লরেনের। আমেরিকার কলোরাডোর অ্যাস্পেনে আয়োজিত হবে এই তারকাখচিত বিয়ের আসর।
০৩২২
জানা গিয়েছে, সম্পর্কে থাকাকালীন অ্যাস্পেন শহরে মাঝেমধ্যেই সময় কাটাতে যেতেন বেজ়োস এবং লরেন। এই শহরে অধিকাংশ সময় দু’জনকে একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে। তাই নিজেদের নতুন জীবন শুরু করার জন্য সেই প্রিয় শহরটিকে বেছে নিয়েছেন হবু দম্পতি।
০৪২২
২৮ ডিসেম্বর বিয়ের তারিখ চূড়ান্ত হলেও তার আগের দু’দিন থেকেই শুরু হবে অনুষ্ঠান। অ্যাস্পেনের এক বিলাসবহুল রেস্তরাঁয় দু’দিন ধরে চলবে দেদার খাওয়াদাওয়া। এমনকি সেখানকার বিলাসবহুল হোটেলও ইতিমধ্যে বুক হয়ে গিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
০৫২২
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিয়ে উপলক্ষে ৬০০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫ হাজার ৯৭ কোটি ১৫ লক্ষ টাকা) খরচ হয়েছে জেফের। অতিথিদের তালিকাও বেশ লম্বা।
০৬২২
ঘনিষ্ঠ সূত্রে খবর, জেফ এবং লরেনের বিয়েতে মোট ১৮০ জন অতিথি নিমন্ত্রিত রয়েছেন। বিয়ের অনুষ্ঠান হবে তারকাখচিত। সেই তালিকায় থাকবেন জর্ডনের রানি থেকে হলিউডের নায়কও।
০৭২২
জানা গিয়েছে, জেফ তাঁর বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছেন মাইক্রোসফটের কর্তা বিল গেটস্কে।
০৮২২
হলি অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিওর পাশাপাশি একাধিক তারকাকে দেখা যেতে পারে জেফ এবং লরেনের বিয়ের অনুষ্ঠানে।
১৯৬৯ সালের ডিসেম্বর মাসে নিউ মেক্সিকোর আলবুকার্কে জন্ম লরেনের। বর্তমানে তাঁর বয়স ৫৫ বছর। লরেনের কর্মজীবন শুরু হয় সাংবাদিক হিসাবে। একাধিক শোয়ের সঞ্চালিকা হিসাবেও কাজ করেছেন তিনি।
১১২২
‘দ্য লঙ্গেস্ট ইয়ার্ড’, ‘ফাইট ক্লাব’, ‘ফ্যান্টাস্টিক ফোর’ এবং ‘টেড ২’ নামের একাধিক হলিউ়়ড ছবিতে অভিনয় করতে দেখা যায় লরেনকে। এক বিখ্যাত পত্রিকার বিচারে বিশ্বের প্রথম ৫০ জন সুন্দরী মহিলার তালিকায় লরেন ছিলেন অন্যতম।
১২২২
২০১৬ সালে প্রযোজনা সংস্থা খোলেন লরেন। বিমানকর্মী হিসাবে কেরিয়ার গড়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ওজন বেশি হওয়ার কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি বলে কানাঘুষো শোনা যায়।
১৩২২
২০০৫ সালে হলিউড এজেন্ট প্যাট্রিক হোয়াইটসেলকে বিয়ে করেন লরেন। বিয়ের পর ২০০৬ সালে পুত্রসন্তান ইভান এবং ২০০৮ সালে কন্যাসন্তান এলার জন্ম দেন তিনি।
১৪২২
কানাঘুষো শোনা যায়, ২০১৮ সালে জেফের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তা নিয়ে তীব্র সমালোচনাও শুরু হয়। ২৫ বছর ধরে ম্যাকেঞ্জ়ি স্কটের সঙ্গে বিবাহিত জীবন জেফের। লরেনের কারণেই নাকি জেফ এবং ম্যাকেঞ্জ়ির ২৫ বছর দাম্পত্য জীবনে ছেদ পড়ে।
১৫২২
জেফ এবং ম্যাকেঞ্জ়ির বিচ্ছেদ ছিল বিশ্বের সবচেয়ে দামি বিচ্ছেদ। ম্যাকেঞ্জ়ির সঙ্গে বিচ্ছেদের পর ২০২৩ সালের মার্চ মাস থেকে বাড়ি ভাড়া করে সঙ্গী লরেনকে নিয়ে থাকতে শুরু করেন জেফ। তার জন্য প্রায় পাঁচ কোটি টাকা ভাড়াও দিতে হয় অ্যামাজ়ন কর্তাকে।
১৬২২
বিয়ের আগেই নাকি বিয়ে ভাঙার মূল্য কত হবে তা নিয়ে জোর চর্চা হয়েছিল সংবাদমাধ্যমে। ‘প্রিনাপ’ নামের একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন জেফ এবং লরেন দু’জনেই। সেখানে বলা হয়েছে, বিয়ে না-টিকলে বিশাল অঙ্কের খোরপোশ পাবেন লরেন।
১৭২২
জেফের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জ়ি বিবাহবিচ্ছেদের দরুন প্রায় ৩১৪ কোটি ৩২ লক্ষ ৪৬ হাজার টাকা খোরপোশ পেয়েছিলেন। সঙ্গে ছিল অ্যামাজ়নের যৌথ মালিকানার ২০০ লক্ষ শেয়ার। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-ঘটে তাই বিয়ের আগে থেকেই নাকি চুক্তি সেরে রেখেছেন জেফ।
১৮২২
২০২৩ সালের মে মাসে জেফ এবং লরেন ফ্রান্সের দক্ষিণে ছুটি কাটাতে যান। সেখানেই এক প্রমোদতরীতে লরেনকে ২১ কোটি ১১ লক্ষ টাকার একটি গোলাপি হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অ্যামাজ়ন কর্তা। সেই বিরল হিরেটি ২০ ক্যারাটের।
১৯২২
জেফ এবং লরেনের বাগ্দান অনুষ্ঠানটিও কম আকর্ষণীয় ছিল না। চার হাজার কোটির বিলাসবহুল প্রমোদতরী ‘কোরু’তে বাগ্দত্তার সঙ্গে আংটিবদল পর্ব সারেন জেফ।
২০২২
বিশ্বের অন্যতম ধনকুবের জেফের প্রমোদতরীও যেন বিলাসিতায় মোড়া। সুইমিং পুল থেকে শুরু করে হেলিপ্যাড, কী নেই সেখানে!
২১২২
জেফের মতো লরেনও মহাকাশ অভিযান নিয়ে অত্যন্ত উৎসাহী। লরেন নিজে বিমান এবং হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। আগামী দিনে জেফের মহাকাশ অভিযান সংস্থা ‘ব্লু অরিজিন’-এর সঙ্গে মহাকাশে পাড়ি দেওয়ার পরিকল্পনাও নাকি সেরে ফেলেছেন তিনি।
২২২২
যদিও বিয়ের কথা ছড়িয়ে যেতেই জেফ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ‘‘পুরো বিষয়টি একদমই সত্য নয়। এ সব কিছুই ঘটছে না। কথায় রয়েছে, ‘যা পড়বেন তা বিশ্বাস করবেন না।’ দিনের পর দিন তা-ই হয়ে চলেছে দেখছি। সত্যের চেয়ে অসত্যই আলোর গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে।’’