Advertisement
০৮ নভেম্বর ২০২৪

ভেড়ার গা থেকে বেরোল ৪০ কেজি পশম!

তাকে দেখতে একটা বড়সড় সাদা পাথরের মতো। পশমের ভারে ঢেকেছে তার শরীর। সে আদতে একটি ভেড়া। সম্প্রতি সিডনিতে এই ভেড়ার গা থেকে ৪০ কিলোগ্রাম পশম বের করলেন কৃষকরা। যা থেকে উল তৈরি করা হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:২১
Share: Save:

তাকে দেখতে একটা বড়সড় সাদা পাথরের মতো। পশমের ভারে ঢেকেছে তার শরীর। সে আদতে একটি ভেড়া। সম্প্রতি সিডনিতে এই ভেড়ার গা থেকে ৪০ কিলোগ্রাম পশম বের করলেন কৃষকরা। যা থেকে উল তৈরি করা হবে। মনে করা হচ্ছে এই বিপুল পরিমাণ পশম একটি ভেড়ার গা থেকে পাওয়া বিশ্ব রেকর্ড। এর আগে এমনটা হয়নি।

গত বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে এই বিশালাকৃতির ভেড়াটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী রক্ষার সংগঠন আরএসপিসিএ-র অফিসাররা। এর পর তার দেহ থেকে পশম বের করার কাজ শুরু হয়। প্রায় ৪২ মিনিট ধরে তার দেহ থেকে ৪০.৪৫ কিলো পশম বের করা হয়েছে। তাঁদেরই এক জন জানিয়েছেন, ‘‘এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। সাধারণত কাজটা করতে তিন মিনিট লাগে। আর এ ক্ষেত্রে সময় লাগল ৪২ মিনিট।’’

বছরে এক বার ভেড়ার পশম কেটে নেন কৃষকরা। তার ওজন হয় মোটামুটি পাঁচ কিলোগ্রাম। মনে করা হচ্ছে পাঁচ বছর আগে শেষ বার এই ভেড়াটির পশম কেটে নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, আরএসপিসিএ-র তরফে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

sheep australia SYDNEY
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE