Advertisement
০৫ নভেম্বর ২০২৪
International News

বিবাহবিচ্ছেদ হলেই মোবাইলে মেসেজ পেয়ে যাবেন সৌদির মহিলারা!

বিবাহ বিচ্ছেদ হলে টেক্সট মেসেজের মাধ্যমেই এ বার থেকে খবর পেয়ে যাবেন সৌদি আরবের মহিলারা। নিজেদের অজান্তেই বিয়ে পর্বের শেষ হল কি না, সেই বিষয়েই মহিলাদের কাছে নিশ্চিত খবর পৌঁছে দিতে সৌদি সরকারের তরফে নতুন এই আইন আনা হয়েছে।

ডিভোর্স হলে এ বার থেকে মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন সৌদি আরবের মহিলাদের। — প্রতীকী ছবি।

ডিভোর্স হলে এ বার থেকে মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন সৌদি আরবের মহিলাদের। — প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেইরুট শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৬:৫৭
Share: Save:

বিবাহ বিচ্ছেদ হলে টেক্সট মেসেজের মাধ্যমেই এ বার থেকে খবর পেয়ে যাবেন সৌদি আরবের মহিলারা। নিজেদের অজান্তেই বিয়ে পর্বের শেষ হল কি না, সেই বিষয়েই মহিলাদের কাছে নিশ্চিত খবর পৌঁছে দিতে সৌদি সরকারের তরফে নতুন এই আইন আনা হয়েছে।

রবিবার থেকেই কার্যকর হয়েছে নতুন এই আইন। বিগত কিছু দিন ধরেই গোপন বিবাহ বিচ্ছেদের খবর নজরে এসেছ সৌদি সরকারের। নারীকে তাঁর বৈবাহিক জীবন নিয়ে সম্পূর্ণরূপে অবগত রাখতেই এই আইন আনা হয়েছে সৌদি সরকারের তরফে।

নারীর অধিকার সুরক্ষিত করতে বিষয়টিতে আরও গুরুত্ব আরোপ করতে চাইছিলেন সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন। আর তার শুরুটাও গত বছর থেকেই করে দিয়েছিলেন তিনি। আিনি সংস্কারের পর সৌদি নারীরাও গাড়ি ড্রাইভ করতে পারেন।

আরও পড়ুন: নির্যাতন থেকে পালিয়ে টুইটারে ঝড় তুললেন সৌদি তরুণী

সৌদির বিচারমন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘‘বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নোটিসও ইতিমধ্যে পাঠাতে শুরু করেছে সৌদি আরবের আদালতগুলি।’’ নারীর ম্যারিটাল স্টেটাস বা বৈবাহিক অবস্থান জানতে ওই ওয়েবসাইটেও নজর রাখতে পারেন বলেও জানা গিয়েছে বিচারমন্ত্রকের তরফে। আর সেই স্টেটাস দেখার পরে নিকটবর্তী আদালতে গিয়ে কাগজপত্রের জন্যও আবেদন জানাতে পারেন মহিলারা।

আরও পড়ুন: ইসলাম ধর্মে সমাজতন্ত্রের ছোঁয়া দিতে উদ্যোগী চিন

গ্লোবাল রাইটস গ্রুপ ইকোয়ালিটি নাও-এর এক কর্মী সৈয়দ আবু দায়েহর কথায়, ‘‘মহিলারা এ বার অন্ততপক্ষে ডিভোর্স হলে জানতে পারবেন।’’ তবে আর একটি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন সৈয়দ আবু। তাঁর কথায়, ডিভোর্সের খবর জানতে পারা মানেই তিনি এবং তাঁর সন্তানরা ভরণপোষণের খরচা পাবেন, এমনটা নয়। সুতরাং তাঁরা কতটা সুরক্ষিত হলেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেরআন্তর্জাতিকবিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE