Advertisement
৩০ অক্টোবর ২০২৪

শুধুমাত্র প্যারিসের জন্য কেন ‘সেফ্‌টি চেক’ অপশন, প্রশ্নের মুখে জুকেরবার্গ

প্যারিসে জঙ্গি হামলার পর পরই ‘সেফ্‌টি চেক’ অপশনটি সেখানে চালু করল ফেসবুক। এর মাধ্যমে জানা যাবে প্রিয়জনরা কোথায় আছেন এবং সেখানে সুরক্ষিত আছেন কি না!

ছবি: ফেসবুকের সৌজন্যে।

ছবি: ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১২:০২
Share: Save:

প্যারিসে জঙ্গি হামলার পর পরই ‘সেফ্‌টি চেক’ অপশনটি সেখানে চালু করল ফেসবুক। এর মাধ্যমে জানা যাবে প্রিয়জনরা কোথায় আছেন এবং সেখানে সুরক্ষিত আছেন কি না! ‘ইয়েস, লেট মাই ফ্রেন্ডস নো’ এই অপশনটিতে ক্লিক করলেই ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের প্রিয়জনদের অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এই অপশনটি অনেক আগেই চালু করেছিল ফেসবুক। ২০১১-য় জাপানে সুনামির সময় প্রথম এই অপশনটি চালি করা হয়। তার পর একে একে আফগানিস্তান, চিলি এবং নেপালের ভূমিকম্পের সময় সেখানেও এই অপশনটি চালু করা হয়। প্যারিসে হামলার পরই এই অপশনটি ব্যাপক ভাবে ব্যবহার করেন ফরাসিরা। প্যারিসের এই হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাতে জুকেরবার্গ যখন তাঁর প্রোফাইল ছবিতে ফ্রান্সের পতাকা ব্যবহার করেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাবে সমালোচিত হন তিনি। প্রশ্ন ওঠে, প্যারিসবাসীদের জন্য সেফ্‌টি চেক চালু করতে পারলে বেইরুটের জন্য বা সারা বিশ্বে এধরনের ঘটনার জন্য এই অপশনটি কেন নয়?

উত্তরে জুকেরবার্গ জানান, এই হামলার আগে পর্যন্ত শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই ‘সেফ্‌টি চেক অপশনটিকে ব্যবহার করা হতো। তবে প্যারিসে যে ভাবে মানুষ অই অপশনটিকে ব্যবহার করে উপকৃত হয়েছেন, তাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় এই অপশনটিকে যাতে সারা বিশ্বে আরও বেশি মাত্রায় ব্যবহার করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE