Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Waterspout

জলস্তম্ভ ঝড় দেখেছেন কখনও? ভিডিয়োতে দেখুন তার রূপ

চোখের সামনে ভয়ঙ্কর শব্দ করে পাড়ে আছড়ে পড়ে এটি।

উপকূলে আছড়ে পড়ছে জলস্তম্ভ ঝড়। ছবি টুইটারের সৌজন্যে।

উপকূলে আছড়ে পড়ছে জলস্তম্ভ ঝড়। ছবি টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
ভিয়েত্রি সুল মারে শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ০৮:৪২
Share: Save:

সমুদ্রের মধ্যে থেকে জলস্তম্ভ ঝড় উঠে এসে আছড়ে পড়ছে উপকূলে। মানব কল্পনার এই পরিচিত দৃশ্য সম্প্রতি চাক্ষুস করল ইতালির উপকূলের কয়েকটি শহরের বাসিন্দারা। বিরল এই ঘটনার সাক্ষী থাকতে পেরে সেখানকার বাসিন্দারা মুগ্ধ। তারাই সমুদ্রে তৈরি হওয়া জলস্তম্ভ ঝড়ের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। যা এখন ভাইরাল।

সমুদ্রে উত্পন্ন হওয়া এই জলস্তম্ভে ঝড়ের ধরন অনেকটাই টর্নোডোর মতো। পার্থক্য বলতে, এ ক্ষেত্রে বাতাসের স্তম্ভের বদলে উপকূলের দিকে ধেয়ে আসে জলের স্তম্ভ। যখন অস্থির ঠান্ডা বাতাস সমুদ্রের উষ্ণ জলের উপর দিয়ে বয়ে যায়, তখন তা এই জলস্তম্ভের সৃষ্টি হয়। দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে যা এগিয়ে যেতে থাকে উপকূলের দিকে।

গত মঙ্গলবার ইতালির উপকূল শহর সালেরনো এবং ভিত্রি সুল মারের দিকে ছুটে আসা এই জলস্তম্ভঝড়ের দৃশ্য ক্যামেরা বন্দি করে রাখতে ভোলেননি স্থানীয় মানুষজন। ছবি এবং ভিডিয়ো তুলে আপলোড করেছেন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সঙ্গে তাঁরা ভাগ করে নিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা।

আরও পড়ুন: বারাকের প্রেম প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন মিশেল!

বিরল এই দৃশ্যের সাক্ষী ভিত্রি সুল মারের বাসিন্দা স্ট্যানজিয়োনে ইউরোপের এক সংবাদসংস্থাকে বলেছেন, “প্রথমে এটিকে দেখে আমি অভিভূত হয়ে যায়। ভাবতে থাকি প্রকৃতির সৃষ্টি কী সুন্দর। কিছুক্ষণ পর আমার সম্বিত ফেরে। চোখের সামনে ভয়ঙ্কর শব্দ করে পাড়ে আছড়ে পড়ে এটি।”

Tromba d'aria a Vietri sul Mare pochi minuti fa. Non ho mai visto una scena del genere. #ilmeteo #vietrisulmare

A post shared by Antonio Stanzione (@antoniostan37) on

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উপকূলে দাড়িয়ে থাকা বিভিন্ন জাহাজের উপর আছড়ে পড়ে এটি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন উল্লেখযোগ্য নয়।

আরও পড়ুন: গায়ে ধুলোর চাদর, প্রমাদ গুনছে সিডনি

গত বছরের ডিসেম্বর মাসে এই রকম একটি জলস্তম্ভই টর্নেডোতে রূপান্তরিত হয়ে আছড়ে পড়েছিল ইতালির সানরেমো শহরে।

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

অন্য বিষয়গুলি:

Waterspout Italy Viralvideo Viral Tornedo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE