ছবি: টুইটার।
‘সমুদ্র দানব’ নাকি ‘ভিন্ গ্রহের জীব’! ক্যারিবিয়ান সাগরে খোঁজ মিলল এক অদ্ভুত মাছের। রয়েছে মানুষের মতো নাক, আঙুল, পায়ের পাতা। সমুদ্রতটে নাকি দিব্যি হাঁটতেও পারে এই ‘এলিয়েন মাছ’টি!
ক্যারিয়াকো দ্বীপের স্থানীয় মত্সজীবীরা এই ‘অদ্ভুত মাছ’টি দেখে তাজ্জব বনে গিয়েছে। এক মত্সজীবীর কথায়, ‘‘এই মাছকে দেখতে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ। কিন্তু কেউ তাঁদের জীবনে এইরকম মাছ কোনও দিন দেখেননি।’’
৭৪ বছর বয়সী মত্সজীবী হোপ ম্যাকলরেন্স জানান এই অদ্ভুত মাছ ধরার অভিজ্ঞতা। তাঁর জালেই ধরা পড়ে বলে দাবি করেন তিনি। মাছ ধরার আনন্দে হোপ জানান, ‘‘৫০ বছর ধরে মাছ ধরছি কিন্তু এমন মাছ কোনও দিন দেখিনি। তার মুখের কাছে মানুষের মতো নাক রয়েছে। কোনও পাখনা নেই। পায়ের পাতা রয়েছে।’’ তবে হোপ দাবি করেন পাখনা না থাকায় এই মাছ সাঁতার কাটতে পারে না কিন্তু হাঁটতে পারে।
এই সংক্রান্ত আরও খবর...
জীবজগতে অপরূপ স্বচ্ছতার কিছু ছবি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy