‘বাচ্চা’র মাধ্যমে প্রচার। ছবি টুইটার থেকে সংগৃহীত।
হেঁটে চলেছেন মহিলা। দূর থেকে দেখে মনে হচ্ছে তাঁর পিঠে রয়েছে বাচ্চা। কিন্তু পুলিশ অফিসাররা কাছে এসে ভাল করে দেখে বুঝলেন সেটি বাচ্চা নয়। বাচ্চার মতো দেখতে খেলনা পুতুল। সেই পুতুলের মাধ্যমেই চলছে পাচার।
এ রকম ভাবে নিষিদ্ধ দ্রব্য পাচার করতে গিয়ে উগান্ডার পুলিশের হাতে ধরা পড়েছেন এক মহিলা। সেই ঘটনার ছবি ও বিবরণ নিজেদের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন উগান্ডার শুল্ক বিভাগ। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট।
সেই ছবিতে দেখা যাচ্ছে, মহিলার পিঠে রয়েছে বাচ্চার মতো দেখতে পুতুল। আর তার মধ্যে ভরা রয়েছে পাচারের জন্য বিভিন্ন জিনিস। বিষয়টি নিয়ে সেখানকার এক পুলিশ অফিসার বলেছেন, “আমাদের কাছে খবর ছিল কঙ্গো সীমান্তের কাছে বাসে করে নিষিদ্ধ প্রসাধন সামগ্রী পাচার করা হবে। সন্ধান করতে গিয়ে আমরা দেখলাম, অবিকল বাচ্চার মতো দেখতে একটি পুতুলের মধ্যে ভরে পাচার করা হচ্ছে।”
পাচারের এই কৌশল দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। করেছেন বিভিন্ন মন্তব্যও। ছবি দেখে একজন যেমন বলেছেন, “মায়ের থেকে বাচ্চা আকারে বড়!”
On face value, it's a mother carrying a child on her back.
— Uganda Revenue Authority (@URAuganda) January 8, 2020
In reality,it's a smuggler bringing in carefully concealed banned cosmetics from DRC.
Intel had been gathered about this smuggling mode.Mpondwe enforcement nabbed her as she crossed via a shallow point of River Rubiiha. pic.twitter.com/I3gQVO6e4k
আরও পড়ুন: বিড়ালকে বাঁচাতে সাত বছরের নাতিকে পাঁচতলা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দিলেন দিদিমা! তার পর?
আরও পড়ুন: গোরিলার ছানি অপারশেন করল চক্ষু বিশেষজ্ঞরা!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy