Advertisement
১১ জানুয়ারি ২০২৫
bizarre pregnancy

‘সন্তানধারণে অক্ষম’ তরুণী জানতে পারলেন তিনি সন্তানসম্ভবা, মা হলেন কয়েক ঘণ্টায়!

গর্ভে যে আট মাসের সন্তান রয়েছে ঘুণাক্ষরেও টের পাননি ওই মহিলা। কারণ, এর আগে তিনি যে চিকিৎসককে দেখিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন, শারীরিক ত্রুটির কারণে গংয়ের সন্তানধারণে সমস্যা রয়েছে।

A woman in eastern China gave birth to a baby just four hours after she discovered she was pregnant

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭
Share: Save:

গর্ভধারণ করেছেন, এই খবর জানার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুর জন্ম দিলেন এক মহিলা। চিনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংজুতে ৩৬ বছর বয়সি মহিলার আশ্চর্যজনক ভাবে সন্তানপ্রসবের কাহিনি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গং নামের ওই মহিলা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য ঝেজিয়াঙের পিপল্‌স হাসপাতালে গিয়েছিলেন। সেখানে নানা পরীক্ষার পর জানা যায় ওই মহিলা গর্ভবতী। সেখানকার চিকিৎসকদের কথা শুনে তিনি থ হয়ে যান। তাঁর গর্ভে যে আট মাসের সন্তান রয়েছে ঘুণাক্ষরেও টের পাননি ওই মহিলা। কারণ, এর আগে তিনি যে চিকিৎসককে দেখিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন, শারীরিক ত্রুটির কারণে গংয়ের পক্ষে সন্তানধারণ সম্ভব নয়।

সন্তানসুখ পেতে কয়েক মাস আগে গং এবং তার স্বামী ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ (আইভিএফ) পদ্ধতি বেছে নেওয়ার কথা ভাবেন। চিকিৎসকেরা গংকে প্রথমে তাঁর ওজন কমানোর নির্দেশ দেন। ডিসেম্বরের শুরুতে গং তাঁর হাতে সমস্যা অনুভব করেন। পরীক্ষা করে দেখা যায় তাঁর রক্তচাপ অনেকটাই বেড়ে গিয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেন স্থানীয় চিকিৎসক। হাসপাতালে পরীক্ষা করার পর দেখা যায় যে, গ‌ংয়ের গর্ভে আট মাসের সন্তান রয়েছে। শারীরিক জটিলতার কারণে সেই দিনই অস্ত্রোপচার করে সন্তানপ্রসব করানো হয় গ‌ংয়ের। দু’কেজি ওজনের সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গংয়ের সঙ্গে যা ঘটেছে তা প্রথম নয়। বেশ কয়েক বছর আগে ১০০ কেজি ওজনের এক মহিলা এই ভাবেই সন্তানের জন্ম দিয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

China Pregnant Woman baby C Section Delivery IVF Obesity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy