ফের পাকিস্তানের গালে তালিবানি থাপ্পড়! এ বার ইসলামাবাদের পরমাণু গবেষকদের অপহরণ করল তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে অপহৃতদের ভিডিয়ো প্রকাশ করেছে এই সশস্ত্র গোষ্ঠী। তাঁদের ছাড়তে শাহবাজ শরিফ সরকারের সামনে কড়া শর্ত রেখেছে তারা। অন্য দিকে এই ঘটনার পর পাকিস্তানের হাতে থাকা পরমাণু হাতিয়ারের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।
পাক সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১৬ জন পরমাণু গবেষককে অপহরণ করেছে টিটিপি। শুধু তা-ই নয়, অপহরণের সময়ে ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থও লুঠ করে এই সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। উল্লেখ্য, কয়েক দিন আগে টিটিপির বিরুদ্ধে পাকিস্তানের দক্ষিণ ওয়াজ়িরিস্তানে থানায় ঢুকে এক অফিসারকে অপহরণের অভিযোগ উঠেছিল।