মাইকেল জ্যাকসন ‘বেঁচে’ রয়েছেন! তবে পপ তারকা হিসাবে নয়। এক জন কুস্তিগীর হিসাবে। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, এ রকমই মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম।
ভিডিয়োটি ব্রাজিলের। সেখানে চলছে দলগত কুস্তির একটি দলের এক কুস্তিগীর এসেছেন পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো সেজে। তাঁকে দেখে হুবহু মাইকেল জ্যাকসনের মতোই লাগছে। রিংয়ের ভিতর চালচলনও অনেকটা মাইকেল জ্যাকসনের ঢঙেই।
সেখানে দেখা যাচ্ছে, রিংয়ের মধ্যে প্রতিযোগী কুস্তিগীরকে তুলে ফেলে দিলেন তিনি। তার পর জ্যাকসনের ভঙ্গিতে শুরু করেন নাচ। নাচতে নাচতে প্রতিযোগীকে এক ঘুষি মেরে ফের শুরু করলেন মুনওয়াক। আর এই ‘জ্যাকসন’ কুস্তিগীরের কীর্তিকলাপেই মজেছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—
Apparently Michael Jackson isn't dead he's a wrestler in Brazil pic.twitter.com/BJUDh1sbGT
— ogug (@ogug8) February 22, 2020
আরও পড়ুন: সমকামী শিক্ষকদের ইস্তফা, প্রতিবাদে এগিয়ে এলেন পড়ুয়ারা
মাইকেল জ্যাকসনের মতো এই ব্যক্তি একজন কুস্তিগীর। পপ তারকা মাইকেলের মৃত্যু হয়েছে ২০০৯-এ।
আরও পড়ুন: মাঝ কোর্ট থেকে জালে একের পর এক বল, দেখুন বাস্কেটবল খেলোয়াড়দের কামাল