রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে জল্পনা। ছবি: রয়টার্স।
চেয়ারে বসে বসে অনেকেই পা নাচান। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চেয়ারে বসে যে ভাবে পা নাচাতে দেখা গেল, তা আলাদা করে নজর কেড়েছে। কোনও সুস্থ মানুষের পক্ষে এই ভাবে চেয়ারে বসে পা নাচানো স্বাভাবিক নয় বলে মনে করছেন অনেকে। ফলে পুতিনের পা নাচানোর ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।
রুশ প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে জল্পনা চলছিল গত কয়েক দিন ধরেই। জানুয়ারি মাসে সুইৎজ়ারল্যান্ডে একটি বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি পুতিনের জীবিত থাকা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘কার সঙ্গে আলোচনা হবে সেটাই আমার কাছে স্পষ্ট নয়। পুতিন আদৌ আর বেঁচে আছেন কি না, তা নিয়ে আমার সংশয় রয়েছে।’’
জ়েলেনস্কির ওই মন্তব্য পুতিনের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছিল। যদিও তার তীব্র বিরোধিতা করেছিল রাশিয়া। তাদের তরফে পাল্টা দাবি ছিল, ইউক্রেনের রাষ্ট্রপ্রধান চান, রাশিয়া এবং পুতিনের অস্তিত্ব মুছে যাক। তাই এমন মন্তব্য করছেন।
সম্প্রতি বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজ়ান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন পুতিন। সেই বৈঠকের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যাতে দেখা গিয়েছে, পুতিন চেয়ারে বসে আছেন। কিন্তু অস্বাভাবিক ভাবে দু’পা নাচাচ্ছেন। তাঁর বাঁ পা ডান পায়ের তুলনায় বেশি নড়ছে। উপর নীচে, পাশাপাশি সব রকম ভাবেই পা দু’টি নাড়াচ্ছিলেন রুশ প্রেসিডেন্ট।
এই ভিডিয়ো দেখার পর অনেকে মনে করছেন, অসুস্থতা নয়, এ আসলে অন্য কারসাজি। পায়ের মাধ্যমে হয়তো কোনও সাঙ্কেতিক বার্তা দিচ্ছেন পুতিন। গোপন সঙ্কেত পাঠানোর কৌশল এমন ছন্নছাড়া ভাবে পা নাচানো।
ভিডিয়োটি শেয়ার করে ইউক্রেন প্রশাসনের তরফে দাবি, বৈঠকে এই আচরণ কোনও দেশের প্রেসিডেন্টের পক্ষে স্বাভাবিক নয়। পুতিন স্নায়ুরোগে আক্রান্ত এবং তাঁর পায়ের এই ভঙ্গি রোগের প্রথম পর্যায়।
নানা মহলে গুজব, পুতিন ক্যানসার আক্রান্ত। রাশিয়ান প্রেসিডেন্ট পারকিনসন্স বা স্নায়ুরোগে ভুগছেন বলেও দাবি করেন কেউ কেউ। এই গুজবের সমর্থনে কোনও স্বীকারোক্তি বা প্রমাণ মেলেনি। রাশিয়ার তরফেও গুজব উড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুতিনের পা নাচানোর ভিডিয়ো দেখে নতুন করে উস্কে গিয়েছে অসুস্থতার জল্পনা।
Putin's feet during his meeting with Lukashenko.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) February 17, 2023
Is this Morse code? pic.twitter.com/eRmvSBDQOn
For those saying it’s edited video, here is original. Whether restless or medical, it’s not normal behavior on world stage. 7 years cared for father that died with Parkinson’s. I can attest it looks like later early stages, but you be the judge. pic.twitter.com/TUtnvyFZVG
— Adin of Crimea (@AdinOfCrimea) February 17, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy