আবার ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। প্রতীকী ছবি।
আফ্রিকার গাম্বিয়ার পরে এ বার এশিয়ার উজবেকিস্তান। আবার ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর বুধবার জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এখনও পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
২০১২ সালে উজবেকিস্তানে নাম নথিভুক্ত করিয়েছিল নয়ডার সংস্থা ম্যারিয়ন বায়োটেক। তাদের সরবরাহ করা সর্দি-কাশির সিরাপ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে উজবেকিস্তান সরকার। সূত্রের খবর, প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে ওই কাশির সিরাপে প্যারাসিটামলের মাত্রায় গরমিলের কারণেই এমন ঘটনা। এর আগে গাম্বিয়ায় সর্দি-কাশির সিরাপে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকলের উপস্থিতির কারণে কিডনি বিকল হয়ে প্রায় ৭০ জন শিশুর মৃত্যু হয়েছিল।
গত অক্টোবরে গাম্বিয়ায় ওই ঘটনার অভিযোগ উঠেছিল ভারতীয় সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চার ধরনের কাশির সিরাপের দিকে। এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস সাংবাদিক বৈঠক ডেকে ওই সংস্থার তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy