Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Donald Trump

আমেরিকার কংগ্রেসে খারিজ বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো

শুক্রবার রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত সেনেটে এনডিএএ-র পক্ষে ৮১টি ভোট পড়ে। ভেটোর পক্ষে মাত্র ১৩টি!

ডোনাল্ড ট্রাম্প— ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্প— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১২:১৮
Share: Save:

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো খারিজ করল কংগ্রেস। প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত বিলের ক্ষেত্রে আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এর পর শুক্রবার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের বিশেষ অধিবেশনে বিতর্কের পরে ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পের ভেটো বাতিল করা হয়।

ট্রাম্পের চার বছরের শাসনে এই প্রথম ভেটো অগ্রাহ্যের ঘটনা ঘটল। পরবর্তী অর্থবর্ষে আমেরিকার আনুমানিক প্রতিরক্ষা বাজেট ৫৪ লক্ষ কোটি টাকারও বেশি। এ সংক্রান্ত জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়নের লক্ষ্যে কংগ্রেসে অনুমোদন প্রাপ্ত ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ (জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন বা এনডিএএ)-এর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর ভেটো দিয়েছিলেন ট্রাম্প। ভেটো অগ্রাহ্য করার জন্য ক‌ংগ্রেসের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়োজন ছিল।

গত ডিসেম্বরে ডেমোক্র্যাট পার্টি গরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ বিপুল ব্যবধানে ভেটো খারিজের প্রস্তাব গৃহীত হয়। শুক্রবার রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত সেনেটে এনডিএএ-র পক্ষে ৮১টি ভোট পড়ে। ভেটোর পক্ষে মাত্র ১৩টি! এমনকি, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সেনেট-নেতা মিচ ম্যাককন্নেল বিতর্কের সময় বলেন, ‘‘আমরা এনডিএএ পাশ করাতে বদ্ধপরিকর।’’

আরও পড়ুন: সবার জন্য নয়, বিনামূল্যে টিকাকরণ শুধুমাত্র ৩০ কোটির, জানালেন নীতি আয়োগ প্রধান

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হবে। হোয়াইট হাউসে তাঁর স্থলাভিষিক্ত হবেন জো বাইডেন। বিদায়ের আগে ভেটো প্রয়োগের বিতর্কিত সিদ্ধান্ত ট্রাম্পের ভাবমূর্তি আরও খারাপ করল বলে মনে করছে আমেরিকার সংবাদমাধ্যম।

আরও পড়ুন: রেকর্ড জিএসটি আদায় ডিসেম্বরে, ১ লক্ষ ১৫ হাজার কোটি

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE