বাস চালিয়েই বিয়ের মণ্ডপে কনে।
ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে বর। সঙ্গে ব্যান্ডপার্টি, বেশ কয়েক জন বন্ধু, পরিজন। দৃশ্যটা এ দেশে যথেষ্টই পরিচিত। কিন্তু বিয়ের মণ্ডপে সটান বাস চালিয়ে হাজির হলেন কনে, এরকম কি দেখেছেন বা শুনেছেন কখনও? চমকে দেওয়া এই ঘটনাটিই ঘটেছে চিনে।
মঙ্গলবার পিপলস ডেলি এই ভিডিয়োটি শেয়ার করেছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন কনে। পাশে বসে রয়েছেন বর। কেন এরকম অভিনব সিদ্ধান্ত?
From pop culture themes to nostalgia-filled affairs, here is another offbeat wedding idea. A bride who works as a bus driver sends herself to the wedding hall in her own bus! pic.twitter.com/Mwy6yMMZPB
— People's Daily, China (@PDChina) May 29, 2018
ওই তরুণী আসলে পেশায় এক জন বাস চালক। তাই বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছেন তিনি। তাঁর কথায়, “মানুষ গ্রিন ট্রাভেল পছন্দ করেন। তাই আমি আমার বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছি। পরিবহণের ক্ষেত্রে সবচেয়ে কম কার্বন ছড়ায় বাসের মাধ্যমেই। আর তা ছাড়া আমি নিজে বাসচালক।”
আরও পড়ুন: ইনি ডন! এঁর নামে কাঁপে এলাকা!
টুইটারে ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আসতে থাকে কমেন্ট। অনন্য এই ভাবনার জন্য শুভেচ্ছাবার্তায় ভরে যায় ওয়াল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy