রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি-র ওয়েবসাইটে খুলতেই ভেসে উঠছে হিন্দিতে লেখা বিভিন্ন পরিষেবার তালিকা। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে প্রতিবাদে সরব হয়েছে তামিলনাড়ু সরকার ও সে রাজ্যের একাধিক বিরোধী দল। প্রতিবাদের মুখে ঘটনাটিকে ‘যান্ত্রিক ত্রুটি’ হিসেবে ব্যাখ্যা করেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটি।
নরেন্দ্র মোদী সরকারের আমলে বিশেষত দক্ষিণের রাজ্যগুলিতে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও পরিষেবার ক্ষেত্রে স্থানীয় ভাষার বদলে ‘জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার’ অভিযোগ তুলে বেশ কয়েক বছর ধরেই সরব ডিএমকে, এডিএমকে-সহ দক্ষিণের রাজনৈতিক দলগুলি। একাধিক বার বিষয়টি নিয়ে সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলেছে তারা। তার পরেও মঙ্গলবারের এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে বিষয়টিকে ‘ভাষা-সন্ত্রাস’ আখ্যা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেন, “দেশজুড়ে বিভিন্ন ভাষাভাষি মানুষদের উপরে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।”
বিভিন্ন মহলের সমালোচনার মুখে এ দিন দুপুরের দিকে এলআইসি-র তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘কর্পোরেট ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে ভাষাজনিত সমস্যা দেখা গিয়েছিল। সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে গ্রাহকেরা হিন্দি ও ইংরেজিতে পরিষেবা পাবেন।’ বিবৃতি জারির পরেও বেশ কিছু সময় ধরে ওয়েবসাইটে হিন্দি ভাষায় লেখা না সরায় সরব হন বহু গ্রাহক। পরে অবশ্য ভাষাজনিত সমস্যা মিটে গিয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)