— প্রতীকী চিত্র।
উড়ানের প্রদর্শনী চলছিল। তার মাঝেই বিপত্তি। অবতরণের সময় দু’টি বিমানের ধাক্কা লাগে। মৃত্যু হয়েছে দুই বিমানের চালকের। আমেরিকার নেভাদার ঘটনা। সেখানে রেনোয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এয়ার রেসেসে এই দুর্ঘটনা হয়েছে।
রেনো উড়ান প্রতিযোগিতা সংগঠনের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ২টো ১৫ মিনিটে টি-৬ গোল্ড রেসের শেষে অবতরণের সময় দু’টি বিমানের ধাক্কা লাগে। তাতে মৃত্যু হয় দু’জন চালকের। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দর্শকদের কেউ হতাহত হননি। তবে এর পরেই উড়ান প্রতিষোগিতা বন্ধ করে দেওয়া হয়। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে। সংস্থা এ-ও জানিয়েছে, সওয়ারি এবং চালকদের সুরক্ষাই তাঁদের কাছে অগ্রাধিকার পায়। দুই চালকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
গত বছর নেভাদাতেই উড়ান প্রতিযোগিতার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক চালকের। ২০১১ সালে প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকাসনে ভেঙে পড়ে একটি বিমান। তাতে মারা যান ১১ জন। আহত হন অন্তত ৬০ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy