ঘোড়দৌড় বা উটের দৌড় এর কাছে গল্প বলে মনে হতে পারে। লস অ্যাঞ্জেলসে আয়োজিত হতে চলেছে এক অভিনব প্রতিযোগিতা, যার নাম ‘স্পার্ম রেস’। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। সেখানে প্রতিযোগী রক্তমাংসের কেউ নয়। বরং রক্তমাংসের দেহ গড়ার অন্যতম কারিগর, শুক্রাণু! ‘স্পার্ম রেস’টি হলিউড প্যালাডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতাটি আয়োজিত হবে আণুবীক্ষণিক রেসট্র্যাকে। সেই রেসট্র্যাকটি আবার প্রজনন ব্যবস্থার আদলে তৈরি করা হয়েছে। এই প্রতিযোগিতায় দু’টি শুক্রাণুর নমুনা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। যে বেশি তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছতে পারবে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে।
হাজার হাজার দর্শকের সমাগম হবে এই প্রতিযোগিতা দেখতে, এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। খালি চোখে এই প্রতিযোগিতার প্রতিযোগীরা দৃশ্যমান না হলেও দর্শক শুক্রাণু দৌড়ের প্রতিটি মুহূর্ত চাক্ষুষ করার সুযোগ পাবেন। কারণ প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচারিত হবে। হাই রেজ়োলিউশন ক্যামেরায় বন্দি হবে দৌড়ের প্রতিটি মুহূর্ত। আগ্রহী ভক্তদের জন্য রাখা হতে পারে বাজি ধরার ব্যবস্থাও।
আরও পড়ুন:
পুরুষের যৌনক্ষমতা হ্রাসের ক্রমবর্ধমান উদ্বেগকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। পুরুষদের প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই অনন্য প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য। বিজ্ঞান, খেলাধুলার মোড়কে সচেতনতার পাঠ পড়ানোই এর আসল লক্ষ্য। গবেষণায় উঠে এসেছে, গত ৫০ বছরে গোটা বিশ্বে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ধূমপান, অ্যালকোহল, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, সব কিছুই শুক্রাণুর গুণমান কমিয়ে দেওয়ার জন্য দায়ী হতে পারে। তাই এই দৌড় শুধু প্রতিযোগিতা নয়, বরং এর মাধ্যমে বার্তা দিতে চান আয়োজকেরা। বিষয়টি ইতিমধ্যেই একাধিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। ১০ লক্ষ ডলারের তহবিল জোগাড় করে ফেলেছে আয়োজক সংস্থাটি। একটি বিবৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে, ‘‘খুব দ্রুত হারে পুরুষদের উর্বরতা হ্রাস পাচ্ছে। এটি নীরবে ঘটে চলেছে। কেউ আসলে এটির গুরুত্ব নিয়ে কথা বলতে চাইছে না। তাই এই প্রতিযোগিতার আয়োজন।’’