Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আলাস্কায় সুনামি সতর্কতা, পরে বাতিল

প্রথমে চোখ রাঙিয়েছিল সে। তবে বিপর্যয় হয়নি। আলাস্কা, আমেরিকা ও কানাডার পশ্চিম উপকূলে মঙ্গলবার সুনামি সতর্কতা জারি হলেও পরে তা বাতিল হয়ে যায়। আলাস্কা উপসাগরে কম্পনের জেরেই এই সতর্কতা জারি হয়েছিল।

ভয়াল: অগ্ন্যুৎপাত হয়েই চলেছে ফিলিপিন্সের মায়োন আগ্নেয়গিরি থেকে। প্রায় আড়াই হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠছে লাভা ও ধোঁয়ার কুণ্ডলী। মঙ্গলবার। ছবি: এএফপি।

ভয়াল: অগ্ন্যুৎপাত হয়েই চলেছে ফিলিপিন্সের মায়োন আগ্নেয়গিরি থেকে। প্রায় আড়াই হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠছে লাভা ও ধোঁয়ার কুণ্ডলী। মঙ্গলবার। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
পালমের (আলাস্কা) শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০৩:১২
Share: Save:

প্রথমে চোখ রাঙিয়েছিল সে। তবে বিপর্যয় হয়নি। আলাস্কা, আমেরিকা ও কানাডার পশ্চিম উপকূলে মঙ্গলবার সুনামি সতর্কতা জারি হলেও পরে তা বাতিল হয়ে যায়। আলাস্কা উপসাগরে কম্পনের জেরেই এই সতর্কতা জারি হয়েছিল।

পালমেরে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, অতিরিক্ত তথ্য এবং বিশ্লেষণ দেখে সতর্কতা পরের দিকে বাতিল হয়। এক ফুটের চেয়ে ছোট ঢেউ উঠেছিল। কাল মাঝরাতে আলাস্কা উপসাগরে ৭.৯ মাত্রার কম্পন তৈরি হয় যা থেকে ছোট এই সুনামির উৎপত্তি বলে মনে করা হচ্ছে।

সুনামি সতর্কতা বাতিল হলেও সান ফ্রান্সিসকোয় উপকূলবর্তী বাসিন্দাদের আগামী ১২ ঘণ্টা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। নাথানিয়েল মুর নামে এক ব্যক্তি মাছ ধরতে সেই সময় সমুদ্রেই ছিলেন। এক মিনিটের কম্পন টের পেয়েছেন ভালই। দ্রুত তীরের দিকে ফিরে আসেন তাঁরা। গোটা শহরেই শুরু হয়ে যায় তৎপরতা। কোডিয়াক নামে এই শহরে সুনামি সাইরেনে চমকে ওঠেন বাসিন্দারা। পরে সতর্কতা বাতিল হলেও খোলেনি স্কুলকলেজ। কারণ মাঝরাতেই সেগুলো আশ্রয়-শিবির হিসেবে তৈরি করা হচ্ছিল।

আলাস্কার অ্যাঙ্করেজ-এ হেদার র‌্যান্ড অবশ্য বলছেন, এই রকম অভিজ্ঞতা জীবনে হয়নি। তাঁর কথায়, ‘‘বেশ লম্বা সময় ধরে মনে হলো চলছে কম্পন। গা ছমছমে। জন্মেছি এখানে। এমন কোনও দিন দেখিনি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE