Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Panda

‘সেলফি তুলব না!’ নিজের আপত্তি বুঝিয়ে দিল এই পান্ডা

আপনি ছবি তুলবেন তুলুন, আমাকে বিরক্ত করবেন না! কথাটা চিড়িয়াখানায় গেলে আপনি নিশ্চয়ই শুনতে পেতেন। কিন্তু, খাঁচার ও-পারের প্রাণীগুলি আমাদের ভাষায় কথা বলতে পারে না যে!

পান্ডার 'প্রতিবাদ'

পান্ডার 'প্রতিবাদ'

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ১১:৪০
Share: Save:

আপনি ছবি তুলবেন তুলুন, আমাকে বিরক্ত করবেন না!

কথাটা চিড়িয়াখানায় গেলে আপনি নিশ্চয়ই শুনতে পেতেন। কিন্তু, খাঁচার ও-পারের প্রাণীগুলি আমাদের ভাষায় কথা বলতে পারে না যে! খাঁচার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য ইদানীং যে ভাবে বাড়াবাড়ি শুরু হয়েছে, তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে বন্যপ্রাণ। বাঘ বা শিম্পাঞ্জি বা বাঁদরের খাঁচার সামনে তাদের সঙ্গে ছবি তোলার জন্য দর্শকদের অঙ্গভঙ্গি, কার্যকলাপ দেখলে মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি হয়। মানুষের উপদ্রবে অতিষ্ঠ হয়ে কখনও কখনও বন্যপ্রাণীরাও দাঁত খিঁচিয়ে নিজেদের বিরক্তি প্রকাশ করে। কিন্তু তাতে আর পাত্তা দিচ্ছে কে!

আরও পড়ুন- বলুন তো এই ছবিতে কোথায় সাপ রয়েছে?

কিন্তু, এ বার ওদের ‘প্রতিবাদ’-এর ভাষা ধরা পড়ল ক্যামেরায়। পান্ডা বলতেই চোখের সামনে ভেসে ওঠে আদুরে গোলগাল একটা প্রাণী। ঠিক যেন জীবন্ত সফ্ট টয়। চিনের সিজুয়ান প্রদেশের বিখ্যাত একটি পান্ডা পার্কে নিয়মিত দর্শকরা ভিড় জমান তাদের দেখার জন্য। তাদের সঙ্গে খেলা করে কিছুটা সময় কাটানোর জন্য। পান্ডাদের সঙ্গে সেলফি তোলার জন্যও হুড়োহুড়ি লেগে থাকে। পার্ক কর্তৃপক্ষকে সে জন্য কম ঝক্কি পোহাতে হয় না। কিন্তু, সম্প্রতি সেলফি পাগল এক দর্শককে নিজের আপত্তি নিজেই জানিয়ে দিল একটি পান্ডা। যখন এক দর্শক পান্ডাটিকে পাশে নিয়ে সেলফি তুলতে যাচ্ছে তখনই এমন একটা কাজ করল সে, যে সেলফি তোলা থামাতে হল বাধ্য হয়েই। গোটা ঘটনাটি ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিওয়। মজার সেই ভিডিওটি এখন তরতরিয়ে শেয়ার হয়ে চলেছে নেট দুনিয়ায়। এ বার দেখে নেওয়া যাক সেই মজার ভিডিও।

দেখুন ভিডিও

অন্য বিষয়গুলি:

Panda Selfie China Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE