আগুনের গ্রাসে গোটা বিমান। ছবি: ইউটিউবের সৌজন্যে
গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চালক। বিমানবন্দরের কাছেই রাস্তার একটি মোড়ে সিগন্যালে আটকে যায় গাড়িটি। গাড়ির ড্যাশক্যামটি চালু ছিল সেই সময়। আর এই ক্যামেরাতেই ধরা পড়ে ভয়ঙ্কর এক ভিডিও।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের মুকিলটেও শহরে। টেক অফ করার সামান্য পরেই একটি বৈদ্যুতিন পোলে ধাক্কা মারে ছোট একটি বিমান। তৎক্ষণাৎ আগুনের হলকা দেখা যায় বিমানটির গায়ে। মুহূর্তের মধ্যে দ্রুত নীচে নামতে থাকে সেটি। দ্রুতগতিতে নীচে নামার সময় দাউদাউ করে আগুন ধরে যায় বিমানটিতে। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। মাটিতে আছড়ে পড়ে বিমানটি।
দেখুন সেই ভিডিও
মাটিতে পড়ার সময় বিমানটির ধাক্কায় পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছেন বিমানের চালকও। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
আরও পড়ুন: একটি রাজনৈতিক প্রেমের গল্প, বিয়ে করছেন এমএলএ-আইএএস
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy