অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুললেন গুগ্ল প্রধান সুন্দর পিচাই। মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন তিনি। তবে ভারতের মোদী সরকার নয়, তাঁর সমালোচনার লক্ষ আমেরিকায় রিপাবলিকান দলের মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াইয়ে নামা ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি মুসলিমদের আমেরিকায় প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ব্লগে ‘লেটস নট লেট ফিয়ার ডিফিট আওর ভ্যালুস’ শীর্ষক একটি লেখায় ডোনাল্ডের এই দাবির বিরোধিতা করেছেন পিচাই। ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ, আমাজন-এর প্রধান জেফ বুজস অবশ্য আগেই এর বিরোধিতায় মুখ খুলেছিলেন।
মুক্তমন, সহিষ্ণুতা আর সবাইকে কাছে টেনে নেওয়ার ক্ষমতাই আমেরিকার শক্তি বলে জানিয়েছে পিচাই। জানিয়েছেন, কী ভাবে আজ থেকে ২২ বছর আগে এই আমেরিকার তাঁকে আপন করে নিয়েছিল। কী ভাবে তিনি ভারত থেকে এসে আজ গুগ্লের প্রধান হলেন। লক্ষ লক্ষ অভিবাসী এই আমেরিকার বুকেই তাঁদের স্বপ্ন সার্থক করতে পেরেছেন।
তবে এ বিষয়ে ব্লগ লিখতে কিছুটা দ্বিধাই ছিলেন পিচাই। তাঁর মনে হয়েছিল, অসহিষ্ণুতা নিয়ে কোনও মত প্রকাশ করলে তা বিতর্কেই ইন্ধন যোগায়। তবে শেষ পর্যন্ত মুখ খুললেন তিনি। তবে এত বিরোধিতা সত্ত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু উর্ধ্বমুখী। বিশেষ করে গোঁড়া রিপাবলিকানরা ট্রাম্পের দিকে আরও ঝুঁকছেন বলে সমীক্ষায় প্রকাশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy