ডোনাল্ড ট্রাম্প
প্রথমে উল্টো সুরে গাইতে শুরু করেছিলেন কিম জং উন। এ বার ডোনাল্ড ট্রাম্প-ও বললেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার প্রস্তাবিত বৈঠক আগামী মাসে না-ও হতে পারে।
আমেরিকা সফরে ওয়াশিংটন এসেছেন বন্ধু-দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। আজ হোয়াইট হাউসে তাঁকে পাশে নিয়েই উত্তর কোরিয়াকে এই হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ১২ জুন সিঙ্গাপুরে কিম-ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। সে বিষয়ে ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘দেখা যাক। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’’ তার পরে যোগ করেন, ‘‘আলোচনার পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়াকে বলা হয়েছিল, তারা যেন তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি। এই শর্ত পালন না করলে বৈঠক হওয়া সম্ভব নয়।’’
গত সপ্তাহে কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া দিয়েছিল সোল এবং ওয়াশিংটন। তখন কিম-ও হুমকি দিয়েছিলেন, যে কোনও মুহূর্তে ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করে দিতে পারেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy