উদ্ধার: ট্রাক-হামলার পরে অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে আহতকে। শুক্রবার স্টকহলমে। এপি
শুধু ট্রাক হামলা নয়, শুক্রবার বড় বিস্ফোরণের ছক কষছিল স্টকহলমের হামলাকারী। প্রাথমিক তদন্তের পর জানাচ্ছে সুইডেন পুলিশ। জানা গিয়েছে হামলাকারীর পরিচয়ও। পুলিশ জানিয়েছে, ৩৯ বছরের ওই হামলাকারী আদতে উজবেকিস্তানের বাসিন্দা। বেশ কিছু দিন ধরে স্টকহলমে থাকছিল সে। আগেও তার বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ উঠেছে। এর সঙ্গে জঙ্গিযোগ ছিল কি না তা দেখছে পুলিশ।
শুক্রবার দুপুরে স্টকহলমের ব্যস্ত কুইন পার্ক এলাকায় ট্রাক চালিয়ে চার জনকে পিষে দেয় ওই হামলাকারী। জখম অন্তত ১৫। ছিনতাই হওয়া ট্রাকটিতে তল্লাশি করে উদ্ধার হয়েছে বিস্ফোরক। পুলিশ জানায়, হামলার কিছু ক্ষণ আগে একটি মদ প্রস্তুতকারী সংস্থার ট্রাক ছিনতাই করে সে।
পুলিশ জানায়, একটি নির্মাণ সংস্থায় কাজ করত ওই উজবেক যুবক। তবে তার মধ্যে কখনও সন্ত্রাস বা ধর্মীয় উন্মাদনা দেখেননি বলে দাবি তাঁর। শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি দল দায় স্বীকার করেনি। প্রাথমিক ভাবে তাই এটি একক হামলা বা ‘লোন উলফ’ হামলা বলেই মনে করছে পুলিশ। ধৃতের ফেসবুকে ঘেঁটে পুলিশ জানিয়েছে, সম্ভবত আইএসের কার্যকলাপে প্রভাবিত হয়েই এই হামলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy