গুয়েত্তার কনসার্টে নতুন ইতিহাস লিখলেন সৌদির যুবক-যুবতীরা। ছবি টুইটার থেকে।
সৌদি আরবে এখন ভরা শীত। এই শীতেই সেখানে বইল বসন্তের বাতাস। বিধিনিষেধে আবদ্ধ সৌদি আরবে এই প্রথমবারের জন্য কোনও মিউজিক কনসার্টে এক সঙ্গে নাচলেন পুরুষ ও মহিলারা। যা সে দেশে অতি বিরল দৃশ্য।
সম্প্রতি ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে। সেখানে মঞ্চের নীচে ছিল যুবক-যুবতীদের ভিড়। ডেভিডের গানের সুরে এক সঙ্গে নাচলেন তাঁরা।
সৌদির ছেলে মেয়েদের এক সঙ্গে নাচের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিধি নিষেধের অচলায়চন ভেঙে বেরিয়ে আসার জন্য প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।
আরও পড়ুন: সোনার লোভে ব্রাজিলের এই দ্বীপে গিয়ে আজ পর্যন্ত নাকি কেউ ফেরেনি
সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন ক্ষমতায় আসার পর থেকে সে দেশে সামাজিক পরিবর্তন শুরু হয়েছে। প্রচুর ইসলামিক বিধিনিষেধের বাঁধন আগলা হয়েছে। তার জেরেই স্বস্তিতে রয়েছেন সে দেশের কমবয়সীরা। বেশ কয়েক বছর আগে প্রকাশ্যে যে সব কাজ করার কথা কমবয়সীরা চিন্তাও করতে পারতেন না, এখন নির্ভয়ে সে কাজ করতে পারছেন তাঁরা।
গুয়েত্তার কনসার্ট অন্তত তেমনই সাক্ষ্যই দিচ্ছে।
আরও পড়ুন: আমেরিকায় ৩০ বছরের পুরনো গির্জায় এ বার প্রতিষ্ঠা হচ্ছে মন্দির
(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy