ছবি: টুইটার।
হালোউইনের দিনে ভেবেছিলেন অন্যরকম কিছু করে চমকে দেবেন সহকর্মীদের। কিন্তু তাঁর অদ্ভুত আচরণে যে এমন ফল হবে তা বোধহয় কল্পনা করতে পারেননি ওই মার্কিন সেনাকর্মী।
শনিবার সন্ধ্যায় নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে মার্কিন সেনার ছাঁউনিতে আচমকাই এক আত্মঘাতী জঙ্গির পোশাকে হাজির হন ওই সেনা। আত্মঘাতী জঙ্গিদের মতোই বিস্ফোরক বাঁধার ভেস্ট পরে ছাঁউনির গেটে আসেন। স্পেশ্যাল অপারেশন গ্রুপের ঘাঁটি ফোর্ট ব্র্যাগ ছাঁউনি। ওই সেনাকে ওই পোশাকে আসতে দেখেই সোরগোল পড়ে যায় ফোর্ট ব্র্যাগে। জঙ্গি ঢুকেছে ধরে নিয়ে চারিদিক ঘিরে ফেলে সেনা-পুলিশ। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে আসেন বিশেষজ্ঞরা। এর পরেই ফাঁস হয় আসল রহস্য। জানা যায়, হালোউইনের জন্য সহকর্মীদের মজা করে ভয় দেখাতে গিয়েই এই কাণ্ড ঘটায় ওই মার্কিন সেনা। ঘটনার কথা জানাজানি হতেই ভয়ে কান্নাকাটি জুড়ে দেন ছাঁউনিতে থাকা সেনাদের পরিজনেরাও। ঘটনা এমন দিকে গড়ায় যে ফেসবুকে সকলে নিরাপদে আছে বলে বিবৃতি দিতে হয় ফোর্ট ব্র্যাগ কর্তৃপক্ষকে। খবরটির কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার পরই তড়িঘড়ি পোস্টটি সরিয়ে ফেলে সেনাবাহিনী। তবে ওই সেনার পরিচয় এবং তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হল তা জানা যায়নি।
এর আগেও বহু বার খবরের শিরোনামে এসেছে ফোর্ট ব্র্যাগ। ২০১২ সালে এই সেনা ছাঁউনিতেই দুই সহকর্মীর উপর গুলি চালায় এক সেনা। ঘটনায় এক সেনার মৃত্যু হয় এবং গুলিতে আহত হন আরও এক জন। গুরুতর আহত হন অভিযুক্ত সেনাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy