কৌশলগত ধৈর্যের দিন শেষ। প্রয়োজন হলে সক্রিয় হবে সেনা। প্রথম এশিয়া সফরে এসে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় এক সাংবাদিক বৈঠকে মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন স্পষ্ট ভাষায় এমন বার্তাই দিলেন উত্তর কোরিয়াকে।
পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা—মাঝেমধ্যেই হুমকি দিয়ে থাকে উত্তর কোরিয়া। এ বার তাদের কড়া জবাব দিতে উদ্যোগী হলেন মার্কিন বিদেশসচিব। এত দিন আমেরিকা এই দেশ নিয়ে যে কৌশলগত ধৈর্যের নীতি নিয়ে চলেছে, তা এ বার শেষ করার সময় এসেছে বলে জানিয়েছেন রেক্স।
বুধবার থেকে জাপান দিয়ে শুরু হয়েছে মার্কিন বিদেশসচিবের এশিয়া সফর। শনিবার পৌঁছবেন চিন। তার আগে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সোলে সাংবাদিক বৈঠকে মার্কিন বিদেশসচিব বলেন, ‘‘আমরা নিরাপত্তাগত ও কূটনৈতিক দিক থেকে নয়া পদক্ষেপের কথা ভাবছি।’’ উত্তর কোরিয়া এর পর দক্ষিণ কোরিয়াকে হুমকি দিলে তার যোগ্য জবাব পেতে হবে বলে জানান রেক্স। তাঁর কথায়, ‘‘অস্ত্র প্রকল্প নিয়ে ওরা বাড়াবাড়ি করলে ছেড়ে কথা বলা হবে না।’’
এই প্রসঙ্গেই সেনার সক্রিয়তার কথাও ওঠে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy