ছবি: ইনস্টাগ্রাম
টিকিট না থাকার অভিযোগে সুইডেনের রাজধানী স্টকহোমে চরম হেনস্থা করা হল এক কৃষ্ণাঙ্গ মহিলাকে। ওই মহিলা গর্ভবতী ছিলেন বলেও জানা যাচ্ছে। সম্প্রতি এই রকমই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছেন মানবাধিকার সংগঠনের কর্মীরাও।
সম্প্রতি লভোত্তে জ্যালো নামের একজন ব্লগার ও সমাজকর্মী মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই ভিডিয়োতে দেখা যায় ট্রেনে বসে আছেন একজন কৃষ্ণাঙ্গ মহিলা। হঠাৎ কয়েক জন নিরাপত্তারক্ষী সেই কামরায় উঠে সোজা চলে যান তাঁর কাছে। ওই মহিলাকে ট্রেন থেকে বেরিয়ে আসতে বললেও রাজি না হওয়ায় রীতিমতো টেনে-হেঁচড়ে কামরা থেকে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে থাকেন নিরাপত্তারক্ষীরা।
ট্রেন থেকে বের করার পরে ওই মহিলাকে জোর করে বসানোর চেষ্টা করা হয় প্ল্যাটফর্মের একটি বেঞ্চে। ওই মহিলা এবং নিরাপত্তারক্ষীদের পিছনে পিছনে হেঁটে আসতে দেখা যায় ওই মহিলার নাবালিকা মেয়েকেও। রীতিমতে আতঙ্ক তার চোখে-মুখেও। কিন্তু তাকেও আলাদা করে বসিয়ে রাখেন নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন: এই প্রাণীটি ‘অমর’, বয়স এদের মৃত্যু ঘটাতে পারে না
রেলের তরফে জানানো হয়েছে যে, কোনও বৈধ টিকিট না থাকার ফলেই জরিমানা করা হয় ওই মহিলাকে। কিন্তু জরিমানা না দিয়ে রেলকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করবার ফলেই ট্রেন থেকে বের করে নিয়ে আসা হয় তাঁকে।
আরও পড়ুন: ২০০০ কোটির লটারি জিতলেন ট্রাক চালক!
এই ঘটনার ফলে সুইডেনে আফ্রিকান বংশোদ্ভূত অধিবাসীদের প্রতি বর্ণবৈষম্যের অভিযোগ তীব্রতর হয়েছে। প্রতিবাদ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। স্টকহোমের গণ-পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে যে, ওই ঘটনায় কার দোষ ছিল তা খতিয়ে দেখা হবে। আপাতত ওই নিরাপত্তারক্ষীদের সাময়িকভাবে কর্মবিরতি নিতে বলা হয়েছে। ওই মহিলাকে স্থানীয় একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy