Advertisement
২২ নভেম্বর ২০২৪
Chandrayaan-3's Moon Landing

‘আমরা তো চাঁদেই আছি’! ভারতের গর্বে পড়শির ঈর্ষা নয়, নিজেদের বেহাল দশায় শ্লেষ পাক যুবকের

ওই পাকিস্তানি যুবক একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ওরা (ভারত) তো পয়সা খরচ করে চাঁদে গিয়েছে। আমরা তো চাঁদেই বাস করছি। চাঁদে জল, রান্নার গ্যাস, বিদ্যুৎ নেই। পাকিস্তানেও নেই।’’

On Chandrayaan-3’s successful landing Pakistani man humorously remarked that they are already living on the moon

ক্যামেরার সামনে সেই পাক যুবক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ইসলামাবাদ শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১১:২৫
Share: Save:

পড়শি ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় করে ইতিহাস গড়েছে। এই পরিস্থিতিতে বুধবার থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ‘শত্রু’ পাকিস্তানের রাজনৈতিক মহল এবং আমজনতার মধ্যে। সমাজমাধ্যমে ভেসে আসছে পক্ষে-বিপক্ষে নানা মতামত।

ঈর্ষা আর শ্লেষের পাশাপাশি চন্দ্রযান-৩-এর সাফল্যকে প্রকাশ্যে কুর্নিশও জানাচ্ছেন পাক নাগরিকদের একাংশ। সেই সঙ্গে নিজেদের দেশের বেহাল আর্থিক পরিস্থিতি এবং পাক নাগরিকদের দুরবস্থা নিয়ে কটাক্ষও করেছেন।

ইমরান খানের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদে থাকা ফাওয়াদ চৌধুরি খোলাখুলি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাফল্যে খুশি প্রকাশ করেছেন। এমনকি, চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের কয়েক ঘণ্টা আগেই ওই ‘ঐতিহাসিক মুহূর্ত’ সরাসরি পাকিস্তানের সরকারি টিভি চ্যানেলে সম্প্রচারের জন্য সে দেশের সরকারকে অনুরোধ জানিয়েছিলেন তিনি। এর পরেই একটি পাক ইউটিউব চ্যানেল এ বিষয়ে জনমত সংগ্রহে সক্রিয় হয়। আর তাতেই উঠে আসতে শুরু করে নানা প্রতিক্রিয়া।

জনপ্রিয় পাক ইউটিউবার সোয়েব চৌধুরির ওই জনমত সংগ্রহে পাক জনতার একাংশ খোলাখুলি ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ মহাকাশ গবেষণায় পাকিস্তানের পিছিয়ে থাকাকে ব্যঙ্গ করে বলেছেন, ‘‘চাঁদে যাওয়ার দরকার কি? আমাদের জাতীয় পতাকাতেই তো চাঁদ রয়েছে।’’ কয়েক জন সরাসরি তাঁদের দেশের বেহাল আর্থিক পরিস্থিতি নিয়েও ব্যঙ্গ করেছেন। এক জন বলেছেন, ‘‘ওরা (ভারত) তো পয়সা খরচ করে চাঁদে গিয়েছে। আমরা তো চাঁদেই বাস করছি। চাঁদে জল, রান্নার গ্যাস, বিদ্যুৎ নেই। পাকিস্তানেও নেই।’’ সেই ভিডিয়ো পোস্ট করে সোয়েব সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘রসবোধে পাকিস্তানিরা সত্যিই সেরা।’’

অন্য বিষয়গুলি:

Chandrayaan-3 Moon Landing Pakistan Moon Mission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy