আরকানসাসে নাইট ক্লাবে গুলিচালনার ঘটনার পর পুলিশের টহল।- এএফপি।
নাইট ক্লাবে গুলি চলল আমেরিকার আরকানসাসে। গুলিতে গুরুতর জখম হয়েছেন ১৭ জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। বন্দুকবাজ পলাতক।
শনিবার ভোরের ঘটনা। আরকানসাসের ‘লিটল রক’ নাইট ক্লাবে।
আরকানসাস পুলিশের তরফে জানানো হয়েছে, ‘লিটল রক’ নাইট ক্লাবের ‘পাওয়ার আলট্রা লাউঞ্জ’-এ একটি কনসার্ট চলছিল। ভোরের দিকে সেই কনসার্ট যখন শেষ হয়ে আসছে, তখনই লাউঞ্জের এক কোণে শুরু হয় বচসা। উত্তেজিত হয়ে এক জন গুলি চালাতে শুরু করেন। নাইট ক্লাবের লাউঞ্জের মধ্যে থাকা মানুষ প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেই সময়েই গুলিতে জখম হয়েছেন একটি কিশোর সহ অন্তত ১৭ জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। বন্দুকবাজ পলাতক।
আরকানসাস পুলিশের টুইট
আরকানসাস পুলিশের টুইট
We do NOT believe this incident was an active shooter or terror related incident. It appears to have been a dispute at a concert.
— Little Rock Police (@LRpolice) July 1, 2017
আরকানসাস পুলিশের টুইট
তবে পুলিশ এও বলেছে, এটা কোনও জঙ্গি কার্যকলাপ নয়। কোনও বন্দুকবাজের হামলার ঘটনাও নয়। বচসার জেরেই ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন- বিদেশি নাগরিকত্ব সবচেয়ে বেশি চান ভারতীয়রাই, বলছে সমীক্ষা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy