দুর্ঘটনার পর রানওয়ের পাশে পড়ে রয়েছে বিমানটি। সংগৃহীত ছবি।
মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। দুর্ঘটনায় বেশ কয়েক জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের ঘটনা। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যাঁরা ছিলেন, তাঁরা কেউ আহত হননি।
Multiple agencies responded to Watsonville Municipal Airport after 2 planes attempting to land collided. We have reports of multiple fatalities.
— City of Watsonville (@WatsonvilleCity) August 18, 2022
Report came in at 2:56pm.
Investigation is underway, updates to follow. pic.twitter.com/pltHIAyw5p
নিউইয়র্ক পোস্ট সূত্রে খবর, দুটি বিমানে মোট তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।
দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy