Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
Saif Ali Khan Health Update

ক্ষতস্থান এখনও কাঁচা, হাঁটাচলা করতে পারবেন না এখনই, সইফকে নিয়ে কোন আশঙ্কায় চিকিৎসকেরা?

সইফ হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি, কিন্তু অভিনেতাকে নিয়ে একটা আশঙ্কা রয়ে গিয়েছে চিকিৎসকদের।

Saif Ali Khan health update he was shifted from ICU but he needs one week bedrest

কেমন আছেন সইফ আলি খান? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২৮
Share: Save:

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে বিশেষ কক্ষে রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপদসীমার বাইরে। কিন্তু অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা রয়ে যাচ্ছে চিকিৎসকদের। বৃহস্পতিবার লীলাবতী হাসপাতালে সইফকে নিয়ে যাওয়া হলে জানা যায়, তাঁর শরীরের দু’টি জখম গুরুতর। তাঁর মেরুদণ্ডে বিঁধে রয়েছে ভাঙা ছুরির ফলা। প্রায় আড়াই ঘণ্টায় দু’টি অস্ত্রোপচারের পর অভিনেতাকে বিপন্মুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার করে বার করা হয় ছুরির ফলা। সইফ হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি চিকিৎসকদের তরফে।

লীলাবতী হাসপাতালের তরফে অ্যানাস্থেসিয়োলজিস্ট নিশা গান্ধী জানান, শিরদাঁড়ার আঘাত খুবই গভীর ছিল। অল্পের জন্য বেঁচেছেন সইফ। ‘সেন্ট্রাল নার্ভাস সিস্টেম’ (কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র) থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল দুষ্কৃতী। যদিও আজ সকালে অল্প হাঁটাচলা করেছেন, তবু সাবধানে থাকতে হবে আগামী কয়েক সপ্তাহ। চিকিৎসকদের কথায়, ‘‘আইসিইউ থেকে বার করা হলেও এখনও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ওঁর মেরুদণ্ডে আঘাত লেগেছিল। সেখান থেকে বেশ খানিকটা সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হওয়ায়, ক্ষতস্থানে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “তাই এখনও ওঁকে অনেকটা বিশ্রাম নিতে হবে। পাশাপাশি এক সপ্তাহ ওঁর হাঁটাচলাও বন্ধ রাখা হয়েছে। তাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’

অন্য বিষয়গুলি:

Saif Ali Khan Saif Ali Khan News Health Update
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy