Matthew Moulding of UK made his employees multi-millionaires dgtl
Matthew Moulding
তাঁর গাড়ির চালক-সহ ৭৪ জন কর্মীকে বানিয়েছেন কোটিপতি, ম্যাথু মোল্ডিং আজ ব্রিটেনের অন্যতম ব্যবসায়ী
ছিলেন এক চিলতে ঘরে। আজ সেই ব্যক্তিই বিশ্বের বিজনেস টাইকুনদের মধ্যে এক জন। তিনি ম্যাথু মোল্ডিং। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের ‘দ্য হাট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা।
সংবাদ সংস্থা
লন্ডনশেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৯:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ছিলেন এক চিলতে ঘরে। আজ সেই ব্যক্তিই বিশ্বের বিজনেস টাইকুনদের মধ্যে এক জন। তিনি ম্যাথু মোল্ডিং। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের ‘দ্য হাট গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা।
০২১১
এক সময় একটি স্থানীয় পাবে বাসন ধোয়ার কাজ করতেন ম্যাথু। বাবা সামান্য ঠিকাদারের কাজ করতেন। মা ছিলেন ঘরণী। চার ভাইবোন নিয়ে অভাবের সংসারে বেড়ে উঠেছেন তিনি।
০৩১১
পড়াশোনা খুব একটা পছন্দ ছিল না তাঁর। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়েছিলেন। কিন্তু কলেজে ঘন ঘন অনুপস্থিতির জন্য বিতাড়িত করা হয়। তার পর একটা গাড়ির যন্ত্রাংশের কারখানায় কাজ নেন।
০৪১১
গণিত এবং অর্থনীতিতে তুখোড় ছিলেন ম্যাথু। তাঁর অর্থনীতির শিক্ষকই ম্যাথুর মধ্যে প্রতিভা দেখে কলেজে ফিরিয়ে আনেন। কলেজের গণ্ডি পেরিয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন।
০৫১১
২০০৪ সালে ম্যাথু তৈরি করেন ‘দ্য হাট গ্রুপ’। প্রথম দিকে অনলাইনে সিডি বিক্রি করতেন ম্যাথু। তার পর সেখান থেকে ধীরে ধীরে স্বাস্থ্য এবং সৌন্দর্য সংক্রান্ত দ্রব্য বিক্রির উপর মনোনিবেশ করেন তিনি।
০৬১১
ম্যাথু এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার নেপথ্যে পিছনে সংস্থার কর্মীদের বিশাল অবদান রয়েছে।
০৭১১
তাঁর সংস্থায় ৭৪ কর্মীই কোটিপতি। আর তাঁদের কোটিপতি করেছেন ম্যাথু নিজেই।
০৮১১
ম্যাথু জানিয়েছেন, গত ১০ বছরে ৪৩০ জন কর্মীকে তাঁর সংস্থার শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। আজ তাঁরা সকলেই কোটিপতি।
০৯১১
এমনকি তাঁর গাড়িচালককেও সংস্থার অংশীদার বানিয়েছেন ম্যাথু। তিনিও এখন ৪০ হাজার পাউন্ডের মালিক।
১০১১
ম্যাথু জানিয়েছেন, আগামী দিনে তাঁর সংস্থার আরও শেয়ার কর্মীদের উপহার হিসেবে দেবেন।
১১১১
বর্তমানে ম্যাথুর সংস্থার মোট সম্পত্তির মূল্য ৮৩ কোটি পাউন্ড।