৪০-এ পা দিয়েছেন। অথচ এখনও শুরু করেননি অবসরকালীন সঞ্চয়। কোন খাতে লগ্নি করলে ৬০-এ পৌঁছেও জীবনযাত্রা একই রকম থাকবে, সেটা বুঝতে পারছেন না? এ হেন পরিস্থিতিতে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএসে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ। এই প্রকল্পে টাকা রাখলে দুর্দান্ত ভাবে লাভবান হওয়ার সম্ভাবনার কথা বলেছেন তাঁরা।