দু’জনের মধ্যে অটুট ‘বন্ধুত্ব’। কিন্তু প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে এ বার সেখানেও কি দেখা দিল স্বার্থের সংঘাত? সূত্রের খবর, ইতিমধ্যেই অন্য দিকে মুখ ঘুরিয়ে বিকল্প পথের সন্ধান শুরু করেছে এক ‘বন্ধু’। তার এ হেন পদক্ষেপ পশ্চিম এশিয়ার রাজনৈতিক অঙ্কে ভবিষ্যতে বড় বদল আনতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।
আমেরিকা এবং সৌদি আরব। ঐতিহ্যগত ভাবে দুই গোলার্ধের দুই দেশকে ‘পরম মিত্র’ বলেই জানে গোটা দুনিয়া। অথচ যুদ্ধবিমান সংক্রান্ত প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে রিয়াধের সম্পর্কে সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে ভাটার টান! এই নিয়ে প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া কথা শুনিয়েছে আরব প্রশাসন। পাল্টা জবাব দিয়েছে ‘স্ট্যাচু অফ লিবার্টি’র দেশ।