Advertisement
৩০ অক্টোবর ২০২৪
International news

অরেঞ্জ জুস ফেরত দিতে গিয়ে ইনি পেলেন ২১২৭০০০০০০০ টাকা!

সম্প্রতি এমন ঘটনাই ঘটল নিউ জার্সির বাসিন্দা তায়েব সুয়ামি নামে এক ব্যক্তির সঙ্গে। অরেঞ্জ জুসের বোতলই রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিয়েছে। কী ভাবে?

সুয়ামির হাতে চেক তুলে দিচ্ছেন লটারি সংস্থার কর্তা।

সুয়ামির হাতে চেক তুলে দিচ্ছেন লটারি সংস্থার কর্তা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ১৪:৩১
Share: Save:

ফেরত দিতে গিয়েছিলেন অরেঞ্জ জুস। বদলে পেলেন ২১২৭০০০০০০০ টাকা। সম্প্রতি এমন ঘটনাই ঘটল নিউ জার্সির বাসিন্দা তায়েব সুয়ামি নামে এক ব্যক্তির সঙ্গে। অরেঞ্জ জুসের বোতলই রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিয়েছে। কী ভাবে?

সুয়ামি সম্প্রতি নিউ জার্সির একটি দোকান থেকে ভারতীয় মুদ্রায় ৩৩৭ টাকায় একটি অরেঞ্জ জুস কিনে আনেন। কিন্তু বাড়ি ফেরার পর জানতে পারেন ওই অরেঞ্জ জুস অন্য একটি দোকানে আরও কম দামে বিক্রি হচ্ছে। তাই তিনি পরদিন ওই দোকানে ফের যান এবং অরেঞ্জ জুস ফিরিয়ে টাকা ফেরত নেন। আর তখনই তাঁর নজরে আসে কাউন্টারের পাশে একটি বোর্ড। যাতে লেখা পাওয়ারবল জ্যাকপট! নিজের পছন্দের নম্বর বেছে নিন আর ভাগ্য বদলে ফেলুন।

ব্যস! ভাগ্যের উপরই সবটা ছেড়ে দেন মধ্যবিত্ত পরিবারের সুয়ামি। নিজের পছন্দের নম্বর বেছে হাতে দুটো লটারির টিকিট নিয়ে বাড়ি যান। সুয়ামি জানতেনও না যে তাঁর জন্য নতুন একটা সকাল অপেক্ষা করে আছে।

আরও পড়ুন: ফেসবুকের ‘বান্ধবী’র ফাঁদে পড়ে ১৯ লক্ষ টাকা উধাও!

এর পরদিন সুয়ামি নেহাত কৌতূহলবশতই ওই দোকানে গিয়ে টিকিট দুটো চেক করেন। প্রথম টিকিটে কোনও পুরস্কার পাননি। কিন্তু দ্বিতীয় টিকিট চেক করার সময়ই আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। দ্বিতীয় টিকিটে পুরস্কার মূল্য ছিল ২ হাজার ১২৭ কোটি টাকা!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE