লেবানন থেকে উড়ে যাচ্ছে একের পর এক রকেট। আছড়ে পড়ছে ইজ়রায়েল ভূখণ্ডে। তার জবাবে ইজ়রায়েলও কামান এবং বিমান হামলা চালিয়েছে লেবাননের দিকে। যা নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। ইজ়রায়েলি হামলার পর এ বার নতুন করে হুমকি দিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি জানান, ইজ়রায়েল হামলা নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে!
ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, শনিবার লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যার মধ্যে তিনটিকে প্রতিহত করেছে ইজ়রায়েলি সেনা। লেবানন হামলার জবাব দিতে দেরি করেনি ইজ়রায়েলও। দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ শুরু করে ইজ়রায়েলি সেনা। গত ডিসেম্বরের পর লেবানন থেকে এই প্রথম কোনও রকেট হামলা হল ইজ়রায়েলে। পাল্টা হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী জানান, নতুন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে তৈরি তাঁর দেশ।
আরও পড়ুন:
২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধে মহিলা এবং শিশু-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। গত জানুয়ারি মাস থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছিল ইজ়রায়েল এবং হামাসের মধ্যে। কিন্তু প্রায় দু’মাসের যুদ্ধবিরতিতে ইতি টেনে গত মঙ্গলবার থেকে গাজ়া ভূখণ্ডে আবার হামলা শুরু করে আইডিএফ। টানা তিন দিনের ক্ষেপণাস্ত্র এবং বিমানহানায় ২০০ শিশু-সহ ৬০০ জনেরও বেশি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্বশাসিত গাজ়ার স্বাস্থ্য দফতর। সেই আবহেই লেবানন হামলা চালায় ইজ়রায়েল ভূখণ্ডে।