কর্নাটকের কংগ্রেস সরকার সম্প্রতি সরকারি ঠিকাদারির বরাতে চার শতাংশ মুসলিম সংরক্ষণ চালু করেছে। সোমবার রাজ্যসভায় এ নিয়ে তুমুল বিতর্কে জড়ালেন দেশের প্রধান দুই দলের সভাপতি— বিজেপির জেপি নড্ডা এবং কংগ্রেসের মল্লিকার্জুন খড়্গে।
নড্ডা সোমবার বলেন, ‘‘বাবাসাহেব অম্বেডকরের চেতনায় আঘাত হানছে কংগ্রেস। অম্বেডকর ভারতীয় সংবিধানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনও অবস্থাতেই দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু হবে না। কিন্তু কংগ্রেস দেশে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে সক্রিয় হয়ছে।’’ এ সময় রাজ্যসভার বিরোধী দলনেতা খড়্গে প্রতিবাদ করে বলেন, ‘‘ভারতের সংবিধানকে ধ্বংস করতে চাইছে বিজেপি।’’
আরও পড়ুন:
রাজ্যসভায় বিজেপি সাংসদেরা সোমবার অভিযোগ করেন, কংগ্রেস নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার সম্প্রতি ঘোষণা করেছেন, কেন্দ্রে ক্ষমতায় এলে কংগ্রেস সংবিধান সংশোধন করে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে। কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর ওই মন্তব্য ‘সংবিধান বিরোধী’ বলে অভিযোগ করে আইনি পদক্ষেপের দাবি জানান তাঁরা। কংগ্রেস সাংসদেরাও পাল্টা গন্ডগোল শুরু করায় সভায় অচলাবস্থা তৈরি হয়। অধ্যক্ষ জগদীপ ধনখড়ের আবেদন সত্ত্বেও হট্টগোল চলতে থাকায় বেলা ২টো পর্যন্ত সভা মুলতুবি করে দেওয়া হয়।