হাওয়াই দ্বীপে অগ্ন্যুৎপাত। ছবি: রয়টার্স।
আমেরিকার দ্বীপ প্রদেশ হাওয়াইয়ে ফের অগ্ন্যুৎপাত। হাওয়াইয়ের কিলাউইয়ে আগ্নেয়গিরিতে রবিবার রাত থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেই অগ্ন্যুৎপাতের বেশ কিছু ছবি ভিডিয়ো সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, আগ্নেগিরির একাধিক ফাটল থেকে আগুনের মতো লাভা বেশ কয়েক ফুট উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ছে।
হাওয়াইয়ের আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারি (এইচভিও) সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩৬ মিনিটে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৪। তার পরই শুরু হয় অগ্ন্যুৎপাত। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, আগ্নেগিরির দক্ষিণ অংশ থেকে প্রথমে অগ্ন্যুৎপাত শুরু হয়। একাধিক অংশ থেকে লাভা বেরিয়ে আসতে দেখা গিয়েছে।
As of just after 6 am HST on Dec 21, 2020, the middle of the 3 fissures that opened at Kīlauea last night has paused; the main eastern and weaker western fissures remain active. Lava continues to fill Halemaʻumaʻu, and volcanic gas and glass (Pele's hair) travels downwind. pic.twitter.com/lBJXJ3EBoG
— USGS Volcanoes🌋 (@USGSVolcanoes) December 21, 2020
আগ্নেগিরির সব থেকে কাছে যে বাসিন্দারা রয়েছেন, তাঁদের ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে। আকাশ ধোঁয়া আর ছাইয়ে ভরে গিয়েছে। তবে তার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে অগ্ন্যুৎপাতের ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য।
আরও পড়ুন: পা হড়কে পাহাড় থেকে জলে, দুর্ঘটনার দৃশ্য রেকর্ড হল নিজেরই অ্যাকশন ক্যামেরায়
আরও পড়ুন: ভারতীয় ‘মহাকাশচারী’-র অনুমতি নিয়ে ‘চাঁদে’ পা রাখল মেক্সিকো
হাওয়াইয়ের এই আগ্নেগিরিটি ২০১৮ সাল থেকে বেশ সক্রিয়। সেই সময় বেশ কয়েক মাস ধরে অগ্ন্যুৎপাত হয়। কয়েকশো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল লাভার কারণে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy