ফের চিনের ‘শয়তানি’র পর্দাফাঁস করল আমেরিকা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর ‘পেন্টাগনে’র জারি করা রিপোর্টে রক্তচাপ বেড়েছে ভারতের। ওয়াশিংটনের দাবি সত্যি হলে লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ বা এলএসি-তে ফের ড্রাগনের আগ্রাসনের মুখোমুখি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।
চলতি বছরের ১৮ ডিসেম্বর ‘মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপল্স রিপাবলিক অফ চায়না’ শীর্ষক রিপোর্ট প্রকাশ করে পেন্টাগন। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর এলএসি-তে সৈন্য সমাহার মোটেই হ্রাস করেনি বেজিং। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত ৩,৪৮৮ কিলোমিটার বিস্তৃত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপল্স লিবারেশন আর্মির (পিএলএ) ১ লক্ষ ২০ হাজারের বেশি ফৌজি মোতায়েন রয়েছে।